Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : 

বর্তমান সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমরা এটাও বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার তার সময়টাকে সদ্বব্যবহার করে অতি দ্রুত যৌক্তিক নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যৌক্তিক সময় দেওয়া হবে। তবে তাদেরকে সেই সুযোগের সৎ ব্যবহার করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্যান্য বিষয়ে নজর না দিয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে।

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশিত সংস্কারের সফলতা জনমানুষের প্রতিনিধি রাজনীতিবিদ ছাড়া সম্ভব নয়। রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্তও নেওয়া যাবে না।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টের মূল হোতা পালালেও কাঠামো এখনো তাদেরই রয়ে গেছে। ১৯৭২ সাল থেকেই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছে।

বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দিতে ও সত্যিকার মুল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠনে লড়াই করেছে বলেও জানান মির্জা ফখরুল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

বর্তমান সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০২:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বর্তমান সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমরা এটাও বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার তার সময়টাকে সদ্বব্যবহার করে অতি দ্রুত যৌক্তিক নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যৌক্তিক সময় দেওয়া হবে। তবে তাদেরকে সেই সুযোগের সৎ ব্যবহার করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্যান্য বিষয়ে নজর না দিয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে।

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশিত সংস্কারের সফলতা জনমানুষের প্রতিনিধি রাজনীতিবিদ ছাড়া সম্ভব নয়। রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্তও নেওয়া যাবে না।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টের মূল হোতা পালালেও কাঠামো এখনো তাদেরই রয়ে গেছে। ১৯৭২ সাল থেকেই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছে।

বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দিতে ও সত্যিকার মুল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠনে লড়াই করেছে বলেও জানান মির্জা ফখরুল।