Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণবাদী আচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ বার্সা সমর্থকরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বার্সেলোনা অধ্যায়টা দারুণভাবে শুরু করেছে কোচ হ্যান্সি ফ্লিক। স্প্যানিশ লা লিগায় টানা সাত ম্যাচ জয় পেয়েছে বার্সা। তবে চ্যাম্পিয়নস লিগে হোঁচট খেয়েছে তার দল। মোনাকোর বিপক্ষে ১০ জনের দল নিয়ে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তারা হেরে যায় ২-১ গোলে। তবে সেই ম্যাচে তাদের সমর্থকর অপ্রীতিকর ঘটনা ঘটায়। বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল। তাতে বর্ণবাদী আচরণের অভিযোগে বার্সেলোনার সমর্থকদের শাস্তি দিয়েছে উয়েফা। পাশাপাশি ক্লাবটিকেও আর্থিক জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

মোনাকোর বিপক্ষে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার এক সমর্থকের ছবি ভাইরাল হয়। ওই ছবিতে লোকটিকে ‘নাৎসি’ প্রতীক সম্বলিত একটি ব্যানার নিয়ে গ্যালারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে তদন্তের পর অভিযোগের সত্যতা মেলায় ক্লাবটি ও তাদের সমর্থকদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের কোনো টিকেট বিক্রি করতে পারবে না বার্সেলোনা। আগামী ৬ নভেম্বর রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলবে স্প্যানিশ ক্লাবটি।

শাস্তি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা সমর্থকদের গ্যালারিতে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়াও উয়েফার আরও একটি অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার টিকিট বিক্রি নিষিদ্ধ করেছে উয়েফা। তবে এই শাস্তি আপাতত এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

আগামী ৬ নভেম্বর সার্বিয়ার ক্লাব সরভেনা জভেজদার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে কাতালান জায়ান্টরা। ওই ম্যাচে ভক্তদের সমর্থন ছাড়াই খেলতে হবে দলটিকে। সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে বার্সেলোনার শাস্তি পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এপ্রিল মাসে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ২৫ হাজার ইউরো জরিমানা গুণতে হয় ক্লাবটিকে। সে সময় পার্ক দে প্রান্সে পিএসজির বিপক্ষে ম্যাচ চলাকালে বার্সেলোনার সমর্থকদের নাৎসি স্যালুট ও বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে।

এ বিষয়ে বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ত বলেছেন, অগ্রহণযোগ্য। এটা খুবই বিরক্তিকর ও দুঃখজনক, যদি কেউ বলে যে তারা ক্লাবকে ভালোবেসে এমন আচরণ করে। সবকিছুর একটা সীমা আছে। কোনোভাবেই এই ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না, কখনও না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

বর্ণবাদী আচরণের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ বার্সা সমর্থকরা

প্রকাশের সময় : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বার্সেলোনা অধ্যায়টা দারুণভাবে শুরু করেছে কোচ হ্যান্সি ফ্লিক। স্প্যানিশ লা লিগায় টানা সাত ম্যাচ জয় পেয়েছে বার্সা। তবে চ্যাম্পিয়নস লিগে হোঁচট খেয়েছে তার দল। মোনাকোর বিপক্ষে ১০ জনের দল নিয়ে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তারা হেরে যায় ২-১ গোলে। তবে সেই ম্যাচে তাদের সমর্থকর অপ্রীতিকর ঘটনা ঘটায়। বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল। তাতে বর্ণবাদী আচরণের অভিযোগে বার্সেলোনার সমর্থকদের শাস্তি দিয়েছে উয়েফা। পাশাপাশি ক্লাবটিকেও আর্থিক জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

মোনাকোর বিপক্ষে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার এক সমর্থকের ছবি ভাইরাল হয়। ওই ছবিতে লোকটিকে ‘নাৎসি’ প্রতীক সম্বলিত একটি ব্যানার নিয়ে গ্যালারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে তদন্তের পর অভিযোগের সত্যতা মেলায় ক্লাবটি ও তাদের সমর্থকদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের কোনো টিকেট বিক্রি করতে পারবে না বার্সেলোনা। আগামী ৬ নভেম্বর রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলবে স্প্যানিশ ক্লাবটি।

শাস্তি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা সমর্থকদের গ্যালারিতে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়াও উয়েফার আরও একটি অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার টিকিট বিক্রি নিষিদ্ধ করেছে উয়েফা। তবে এই শাস্তি আপাতত এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

আগামী ৬ নভেম্বর সার্বিয়ার ক্লাব সরভেনা জভেজদার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে কাতালান জায়ান্টরা। ওই ম্যাচে ভক্তদের সমর্থন ছাড়াই খেলতে হবে দলটিকে। সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে বার্সেলোনার শাস্তি পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এপ্রিল মাসে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ২৫ হাজার ইউরো জরিমানা গুণতে হয় ক্লাবটিকে। সে সময় পার্ক দে প্রান্সে পিএসজির বিপক্ষে ম্যাচ চলাকালে বার্সেলোনার সমর্থকদের নাৎসি স্যালুট ও বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে।

এ বিষয়ে বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ত বলেছেন, অগ্রহণযোগ্য। এটা খুবই বিরক্তিকর ও দুঃখজনক, যদি কেউ বলে যে তারা ক্লাবকে ভালোবেসে এমন আচরণ করে। সবকিছুর একটা সীমা আছে। কোনোভাবেই এই ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না, কখনও না।