Dhaka মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ভবনের দেয়াল ধসে প্রাণ গেল ২ জনের

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশালে নির্মাণাধীন বহুতল ভবনের দেওয়াল ধসে একটি হোটেলের মালিক ও শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর রুপাতলী লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই খাবারের হোটেলের মালিক লোকমান এবং কর্মচারী মাকসুদ। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত অপর হোটেল কর্মচারী সাকিবকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের স্বজন ও পুলিশ জানিয়েছে, রূপাতলী গোল চত্বর সংলগ্ন নুরু মিয়ার নির্মাণাধীন ৩ তলা ভবনের পাশেই লোকমানের টিনশেড খাবারের হোটেল। রাতে লোকমানসহ অন্যান্য কর্মচারীরা হোটেলে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে ভবনের তৃতীয় তলার নির্মাণাধীন দেওয়াল ধসে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই লোকমান ও মাকসুদ নিহত হন। এ সময় আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার সহকারী কমিশনার নাফিজুর রহমান জানান, যথাযথ বিল্ডিং কোড ও নিরাপত্তা নিশ্চিত করে ভবন নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

বরিশালে ভবনের দেয়াল ধসে প্রাণ গেল ২ জনের

প্রকাশের সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশালে নির্মাণাধীন বহুতল ভবনের দেওয়াল ধসে একটি হোটেলের মালিক ও শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর রুপাতলী লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই খাবারের হোটেলের মালিক লোকমান এবং কর্মচারী মাকসুদ। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত অপর হোটেল কর্মচারী সাকিবকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের স্বজন ও পুলিশ জানিয়েছে, রূপাতলী গোল চত্বর সংলগ্ন নুরু মিয়ার নির্মাণাধীন ৩ তলা ভবনের পাশেই লোকমানের টিনশেড খাবারের হোটেল। রাতে লোকমানসহ অন্যান্য কর্মচারীরা হোটেলে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে ভবনের তৃতীয় তলার নির্মাণাধীন দেওয়াল ধসে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই লোকমান ও মাকসুদ নিহত হন। এ সময় আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার সহকারী কমিশনার নাফিজুর রহমান জানান, যথাযথ বিল্ডিং কোড ও নিরাপত্তা নিশ্চিত করে ভবন নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।