বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের বাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের বাসায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে আন্দোলনকারীরা সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেন। এদিকে শহরের চৌমাথা এলাকায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারীরা অবস্থান নিলে বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাকেও অংশগ্রহণ করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রতিমন্ত্রীর বাসায় হামলা চালায়। এ সময় বাসার সামনে থাকা অর্ধশত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়।