Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের মুগ্ধতায় প্রমোদতরীর পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক : 

দ্বিতীয়বারের মতো বরিশালের রকেট ঘাটে ভিড়লো ভারতীয় প্রমোদতরী গঙ্গাবিলাস। তবে এবারে পর্যটক ছিল ছয় জন। তাদের সঙ্গে ক্রু রয়েছেন ৩৬ জন।

সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাহাজটি জার্মানির চারজন ও সুইজারল্যান্ডের দুজন পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে নোঙর করে।

এ সময় তাদের অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ও বিআইডব্লিউটিএ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তারা। পর্যটকরা জানান, তারা বাংলাদেশে এসে খুব আনন্দিত। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য তাদের আনন্দ দিয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে মাইক্রোবাসযোগে বানারীপাড়া উপজেলায় ভাসমান পেয়ারা হাটসহ বিভিন্ন পর্যটন স্পট দেখতে যাবেন। বিকেলের মধ্যে বরিশাল ফিরে জাহাজযোগে মোংলা পোর্টের উদ্দেশে রওনা হবেন। মোংলা ও সুন্দরবন ঘুরে তারা ফিরে যাবেন কলকাতায়।

এই ছয় পর্যটকের সঙ্গে স্থানীয় গাইড হিসেবে রয়েছে জার্নি প্লাস নামে ট্রাভেল এজেন্সি। এই সংস্থার কর্মকর্তা কায়েস খান জানান, গত ১ মার্চ ভারতের আসামের ডিব্রুগড় দিয়ে পর্যটক নিয়ে ভ্রমণ জাহাজটি রওনা দিয়েছে। বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারী দিয়ে এটি গত ১৩ মার্চ বাংলাদেশে প্রবেশ করে।

ইতোমধ্যে পাবনা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ হয়ে সোমবার বিকেলে বরিশাল বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার জাহাজটি বরিশাল থেকে রওনা দিয়ে ঝালকাঠী, মোংলা, বাগেরহাট, খুলনা ও সুন্দরবনের ভেতর আংটিহারা সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছাবে।

বরিশালে এসে পর্যটকরা সোমবার অক্সফোর্ড মিশন চার্চ এবং মঙ্গলবা বিকেল পর্যন্ত বানারীপাড়া ও পিরোজপুরের কুড়িয়ানার জলপথ ও ভাসমান বাজার ঘুরে দেখবেন।

এদিকে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রজ গঙ্গাবিলাস এর আগে গত ১৩ জানুয়ারি বারনসী থেকে যাত্রা শুরু করে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ঢুকে আসামে গিয়ে ৫১ দিনের যাত্রা শেষ করে ফিরতি পথে পুনরায় আসাম থেকে যাত্রা শুরু করে বলে জানান জার্নি প্লাসের কর্মকর্তা।

এর আগে ৮ ফেব্রুয়ারি ঘুরে যাওয়া ২৮ পর্যটক নিয়ে বরিশালে এসেছিল প্রমোদতরী গঙ্গাবিলাস বাংলাদেশ এবং বরিশালের বিভিন্ন পর্যটন স্পট নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। ৫১ দিনের ট্যুরে বাংলাদেশ-ভারতের ২৭টি নদীর ৩ হাজার ২০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে ৫০টি পর্যটন স্পট ঘুরে। আসামের দিপড়ুগড়ে নোঙ্গর করার মধ্য দিয়ে ৫১ দিনের সফর শেষ করে।

তারই ধারাবাহিকতায় আবারও বরিশালে পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে এসেছেন চার জন সুইজারল্যান্ড এবং দুইজন জার্মানি নাগরিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

বরিশালের মুগ্ধতায় প্রমোদতরীর পর্যটকরা

প্রকাশের সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দ্বিতীয়বারের মতো বরিশালের রকেট ঘাটে ভিড়লো ভারতীয় প্রমোদতরী গঙ্গাবিলাস। তবে এবারে পর্যটক ছিল ছয় জন। তাদের সঙ্গে ক্রু রয়েছেন ৩৬ জন।

সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাহাজটি জার্মানির চারজন ও সুইজারল্যান্ডের দুজন পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে নোঙর করে।

এ সময় তাদের অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ও বিআইডব্লিউটিএ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তারা। পর্যটকরা জানান, তারা বাংলাদেশে এসে খুব আনন্দিত। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য তাদের আনন্দ দিয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে মাইক্রোবাসযোগে বানারীপাড়া উপজেলায় ভাসমান পেয়ারা হাটসহ বিভিন্ন পর্যটন স্পট দেখতে যাবেন। বিকেলের মধ্যে বরিশাল ফিরে জাহাজযোগে মোংলা পোর্টের উদ্দেশে রওনা হবেন। মোংলা ও সুন্দরবন ঘুরে তারা ফিরে যাবেন কলকাতায়।

এই ছয় পর্যটকের সঙ্গে স্থানীয় গাইড হিসেবে রয়েছে জার্নি প্লাস নামে ট্রাভেল এজেন্সি। এই সংস্থার কর্মকর্তা কায়েস খান জানান, গত ১ মার্চ ভারতের আসামের ডিব্রুগড় দিয়ে পর্যটক নিয়ে ভ্রমণ জাহাজটি রওনা দিয়েছে। বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারী দিয়ে এটি গত ১৩ মার্চ বাংলাদেশে প্রবেশ করে।

ইতোমধ্যে পাবনা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ হয়ে সোমবার বিকেলে বরিশাল বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার জাহাজটি বরিশাল থেকে রওনা দিয়ে ঝালকাঠী, মোংলা, বাগেরহাট, খুলনা ও সুন্দরবনের ভেতর আংটিহারা সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছাবে।

বরিশালে এসে পর্যটকরা সোমবার অক্সফোর্ড মিশন চার্চ এবং মঙ্গলবা বিকেল পর্যন্ত বানারীপাড়া ও পিরোজপুরের কুড়িয়ানার জলপথ ও ভাসমান বাজার ঘুরে দেখবেন।

এদিকে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রজ গঙ্গাবিলাস এর আগে গত ১৩ জানুয়ারি বারনসী থেকে যাত্রা শুরু করে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ঢুকে আসামে গিয়ে ৫১ দিনের যাত্রা শেষ করে ফিরতি পথে পুনরায় আসাম থেকে যাত্রা শুরু করে বলে জানান জার্নি প্লাসের কর্মকর্তা।

এর আগে ৮ ফেব্রুয়ারি ঘুরে যাওয়া ২৮ পর্যটক নিয়ে বরিশালে এসেছিল প্রমোদতরী গঙ্গাবিলাস বাংলাদেশ এবং বরিশালের বিভিন্ন পর্যটন স্পট নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। ৫১ দিনের ট্যুরে বাংলাদেশ-ভারতের ২৭টি নদীর ৩ হাজার ২০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে ৫০টি পর্যটন স্পট ঘুরে। আসামের দিপড়ুগড়ে নোঙ্গর করার মধ্য দিয়ে ৫১ দিনের সফর শেষ করে।

তারই ধারাবাহিকতায় আবারও বরিশালে পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে এসেছেন চার জন সুইজারল্যান্ড এবং দুইজন জার্মানি নাগরিক।