Dhaka শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যহাতির তাড়া খেয়ে দর্শনার্থীর মৃত্যু

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতি দেখতে গিয়ে সেই হাতির তাড়া খেয়ে আক্রান্ত হয়ে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সীমান্তবর্তী উপজেলার ঝুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ মো. আব্দুল হামিদ (৭০) সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার এক বৃদ্ধ শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামাতে আসেন। সন্ধ্যায় মসজিদের কাছে হাতি লোকালয়ে নেমে এলে দেখতে যান তিনি। এ এ সময় স্থানীয়রা ঢিল ছুড়ে উত্তেজিত করলে হাতির দল তাদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌঁড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ ভয়়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের মানুষের এখন প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন : আমীর খসরু

বন্যহাতির তাড়া খেয়ে দর্শনার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতি দেখতে গিয়ে সেই হাতির তাড়া খেয়ে আক্রান্ত হয়ে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সীমান্তবর্তী উপজেলার ঝুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ মো. আব্দুল হামিদ (৭০) সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার এক বৃদ্ধ শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামাতে আসেন। সন্ধ্যায় মসজিদের কাছে হাতি লোকালয়ে নেমে এলে দেখতে যান তিনি। এ এ সময় স্থানীয়রা ঢিল ছুড়ে উত্তেজিত করলে হাতির দল তাদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌঁড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ ভয়়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে।