নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বনানী ক্লাব থেকে আটক বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশের অভিযোগ, ক্লাবে গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন তারা।
সোমবার (২০ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বানানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বিএনপির আটক ৫৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
এর আগে রোববার রাত ১টার দিকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতারা রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাবে গোপন বৈঠক করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে বিএনপির ৫৫ নেতাকর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।