নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বনানীতে সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা রাব্বির পূর্ব পরিচিত এবং তাদের সঙ্গে সে প্রায়ই এই বারে আসতো।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরের দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত হোসেন রাব্বি ওই সিসা বার থেকে নামার সময় কয়েকজনের সাথে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বনানী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুমিটোলা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন বলেও ধারণা পুলিশের।
পুলিশ আরও জানায়, হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে বার ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ জানতে পারবেন পুলিশ।