রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত দুজন হলেন, অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরীর (৫০)।
বৃহস্পতিবার রাতে এই বিষয়ে বিমানবন্দর রেল-স্টেশন এর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে রাতে তাদের একমাত্র ছেলে অংকুর চৌধুরী তার পিতা-মাতার মরদেহ শনাক্ত করেন।
আরও পড়ুন : চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: মাথা ফাটল যাত্রীর
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লোকজনের কাছে আমরা জানতে পেরেছি ঘটনার আগে ওই দম্পতি রেললাইনে বসে ছিল। এটি আত্মহত্যা কিনা এখনো জানতে পারিনি। মরদেহ দুটি বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়িতেই আছে। তবে এ রিপোর্ট লেখার সময় মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























