Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বনশ্রীতে শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় আয়না নুর ইসলাম (০৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগে মা তাসনিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গুলজার হোসেন জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের ৬ নম্বর বাসার ব্লক-এল এর এক বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা নিহতের বাবার মুখে জানতে পারি, দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চান তার স্ত্রী তাসনিয়া চৌধুরী। স্বামী টাকা না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাসনিয়া ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে এবং পাশে থাকা ছয় মাসে ছেলেকেও মারধর করেন।

এসআই মো. গুলজার হোসেন বলেন, এই ঘটনায় তাসনিয়া চৌধুরীকে আমরা গ্রেফতার করেছি ও তিনি মাদকসেবী বলে জানতে পেরেছি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

বনশ্রীতে শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার

প্রকাশের সময় : ০১:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় আয়না নুর ইসলাম (০৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগে মা তাসনিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গুলজার হোসেন জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের ৬ নম্বর বাসার ব্লক-এল এর এক বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা নিহতের বাবার মুখে জানতে পারি, দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চান তার স্ত্রী তাসনিয়া চৌধুরী। স্বামী টাকা না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাসনিয়া ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে এবং পাশে থাকা ছয় মাসে ছেলেকেও মারধর করেন।

এসআই মো. গুলজার হোসেন বলেন, এই ঘটনায় তাসনিয়া চৌধুরীকে আমরা গ্রেফতার করেছি ও তিনি মাদকসেবী বলে জানতে পেরেছি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।