Dhaka রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার নিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত। দুই দিন আগে তার মা-বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিলেন।

বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

খিলগাঁওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ফাতেমা আক্তার লিলি নামে ওই তরুণি অবিবাহিতা ও একটি কলেজে পড়াশোনা করে বলে জানতে পেরেছি। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কে বা কারা এবং কেন এ হত্যা সংঘটিত করেছে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার নিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত। দুই দিন আগে তার মা-বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিলেন।

বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

খিলগাঁওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ফাতেমা আক্তার লিলি নামে ওই তরুণি অবিবাহিতা ও একটি কলেজে পড়াশোনা করে বলে জানতে পেরেছি। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কে বা কারা এবং কেন এ হত্যা সংঘটিত করেছে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।