Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বড় ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ব্রাজিল ফুটবল দলের ‘শনির দশা’ কখনোই যে কাটার নয়। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ঘটনায় জর্জরিত ব্রাজিল খারাপ সময় কাটিয়ে উঠছিল ঠিকই। ঠিক সেসময়ই ধাক্কা খায় তারা। নতুন বছরের প্রীতি ম্যাচ শুরুর আগে বিরাট ধাক্কা খেল পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আগে থেকেই ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার দুঃসংবাদ দিলেন দলটির আরেক গোলরক্ষক এদেরসন। অ্যানফিল্ডে গত পরশু লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। ইএসপিএনকে সূত্র জানিয়েছেন যে চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। তাতে করে ব্রাজিলের এ বছরের শুরুর দুই ম্যাচে নিশ্চিতভাবেই মিস করছেন এদেরসন।

যেখানে ২৩ ও ২৬ মার্চ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে ও সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে স্পেন-ব্রাজিল। এদেরসনের পাশাপাশি আরও দুই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচে পাচ্ছে না ব্রাজিল।

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন চোটে পড়ে। ক্লাব ফুটবলে মার্তিনেল্লি খেলেন আর্সেনালের স্ট্রাইকার পজিশনে ও পিএসজির রক্ষণভাগে খেলেন মার্কিনিওস।

তিন তারকা ফুটবলারকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল। গোলরক্ষক, রক্ষণভাগ, ফরোয়ার্ড—তিন পজিশনের জন্যই একজন করে নতুন ফুটবলার যুক্ত করেছেন দরিভাল। এদেরসনের পরিবর্তে এসেছেন আরেক গোলরক্ষক লিও জার্দিম। জার্দিম ভাস্কো দা গামা ক্লাবের গোলবার সামলাতে হয়। মার্কিনিওস ও মার্তিনেল্লির জায়গায় ডাক পেয়েছেন ফ্যাব্রিসিও ব্রুনো ও গ্যালেনো। ব্রুনো ও গ্যালেনো খেলেন ফ্ল্যামেঙ্গো ও পোর্তো ক্লাবে।

ব্রাজিল দল

গোলকিপার: লিও জারদিম, রাফায়েল, বেন্তো।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফাবরিসিও ব্রুনো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, দগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।

ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

বড় ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল

প্রকাশের সময় : ০৩:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ব্রাজিল ফুটবল দলের ‘শনির দশা’ কখনোই যে কাটার নয়। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ঘটনায় জর্জরিত ব্রাজিল খারাপ সময় কাটিয়ে উঠছিল ঠিকই। ঠিক সেসময়ই ধাক্কা খায় তারা। নতুন বছরের প্রীতি ম্যাচ শুরুর আগে বিরাট ধাক্কা খেল পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আগে থেকেই ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার দুঃসংবাদ দিলেন দলটির আরেক গোলরক্ষক এদেরসন। অ্যানফিল্ডে গত পরশু লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। ইএসপিএনকে সূত্র জানিয়েছেন যে চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। তাতে করে ব্রাজিলের এ বছরের শুরুর দুই ম্যাচে নিশ্চিতভাবেই মিস করছেন এদেরসন।

যেখানে ২৩ ও ২৬ মার্চ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে ও সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে স্পেন-ব্রাজিল। এদেরসনের পাশাপাশি আরও দুই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচে পাচ্ছে না ব্রাজিল।

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন চোটে পড়ে। ক্লাব ফুটবলে মার্তিনেল্লি খেলেন আর্সেনালের স্ট্রাইকার পজিশনে ও পিএসজির রক্ষণভাগে খেলেন মার্কিনিওস।

তিন তারকা ফুটবলারকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল। গোলরক্ষক, রক্ষণভাগ, ফরোয়ার্ড—তিন পজিশনের জন্যই একজন করে নতুন ফুটবলার যুক্ত করেছেন দরিভাল। এদেরসনের পরিবর্তে এসেছেন আরেক গোলরক্ষক লিও জার্দিম। জার্দিম ভাস্কো দা গামা ক্লাবের গোলবার সামলাতে হয়। মার্কিনিওস ও মার্তিনেল্লির জায়গায় ডাক পেয়েছেন ফ্যাব্রিসিও ব্রুনো ও গ্যালেনো। ব্রুনো ও গ্যালেনো খেলেন ফ্ল্যামেঙ্গো ও পোর্তো ক্লাবে।

ব্রাজিল দল

গোলকিপার: লিও জারদিম, রাফায়েল, বেন্তো।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফাবরিসিও ব্রুনো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, দগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।

ফরোয়ার্ড: এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।