বিনোদন ডেস্ক :
বলিউড তারকাদের সন্তানদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। পাপারাজ্জিরাও দেখামাত্র পিছু নেন তাদের। বলিউড তারকা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান এখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। এখন সারার ছোট ভাই ইব্রাহিম আলি খান পর্দায় অভিষেকের অপেক্ষায়। বাবা-মা ও দিদির পথে হেঁটে কবে বলিউডে আসবেন ইব্রাহিম? অনেকেরই এ প্রশ্ন বহুদিনের। শিগগিরই বড় পর্দায় দেখা যাবে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এই প্রথমবার ভাইয়ের ক্যারিয়ার নিয়ে কথা বললেন সারা। এনিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-এর প্রচারে এক সাক্ষাৎকারে ইব্রাহিমকে নিয়ে মুখ খোলেন তিনি। অভিনেত্রী বলেন, ইব্রাহিম সদ্য ওর প্রথম সিনেমার কাজ শেষ করেছে। তিনি আর তার মা অমৃতা সিং খুব খুশি।
সারার কথায়, আমরা দুজনেই ভীষণ আবেগপ্রবণ। আমার তো এখনও বিশ্বাসই হচ্ছে না যে ভাই অভিনেতা হিসাবে তার প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছে। হ্যাঁ, ও যখনই বাড়ি ফেরে, তা সে স্কুল থেকে হোক বা শুটিং থেকে, আমরা দুজনেই একে অপরের জন্য বেশ হাসিখুশি থাকি। আমি বেশ বুঝতে পারি, আমার মধ্যে একটা মায়ের মন রয়েছে। কারণ আমি আর মা ইব্রাহিমের সঙ্গে একই রকম আচরণ করি। ভাই বড় হলেও আমার আর মায়ের কাছে এখনও ছোট্ট ইব্রাহিম। তাই স্কুল থেকে ফিরলে আমরা যেমন ওকে নিয়ে হইচই করতাম এখনও শুট থেকে ফিরলে সেটাই করি। এরইমধ্যে প্রথম ছবির শুট শেষ করে ফেলল, বিশ্বাস হচ্ছে না। আশা, দর্শকেরা আমার মতো ওকেও ভালবাসবেন।
কোন ছবি দিয়ে ইব্রাহিম পা রাখছেন অভিনয় দুনিয়ায়? বলিউড বলছে, মালয়ালি রোমান্টিক-কমেডি ‘হৃদয়ম’-এর হিন্দি সংস্করণ ‘সরজমিন’ ছবিতে আত্মপ্রকাশ করবেন। অভিনয়ে আসার আগে তিনি আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত করণ জোহরের আগামী ছবি ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
তবে ঠিক কবে ইব্রাহিম বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন, এনিয়ে ইব্রাহিম কিংবা তার পরিবারের তরফে কেউ মুখ খোলেননি।