Dhaka বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবাজারের পোড়া কাপড় কিনছেন তারকারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধু দোকানপাট-জিনিসপত্রই নয়, এদিন পুড়ে গেছে অনেকের স্বপ্নও। দু’চোখ জুড়ে তাদের অশ্রুধারা। তাদের মলিন মুখে কিছুটা হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই সংগঠনটি বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড় সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করে বিক্রি করছে ক্রেতাদের মাঝে। আর তাতে সাড়া দিচ্ছেন সমাজের সর্বস্তরের লোকেরা, বাদ যাননি সিনে তারকারাও।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ১ লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনলেন গুণী সংগীতশিল্পী তাহসান খান। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে সংগঠনটি জানিয়েছে, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু পোড়া কাপড়।

নগদ এক কোটি টাকা তুলে তা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দিতে চায় সংগঠনটি। সচেতনতা বাড়াতে আরো কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করার কথা জানিয়েছে সংগঠনটি।

তাহসানের এই মানবিক কাজে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত ও নেটিজেনরা। মানুষের সংকটে রাষ্ট্রের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তারা।

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে।

আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!

জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।

পোস্টে আরও লেখা হয়েছে, ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট, তবুও সকলকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইলো। উল্লেখ্য লোক সংকটে আমাদের রেস্পন্স করতে দেরি হচ্ছে। কৃতজ্ঞতা বিদ্যা সিনহা মিমকে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

এদিন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় কিনেছেন। নিজের ফেসবুক পেজে পোস্ট করে নিজেই জানালেন সেকথা।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে কাপড় কেনার তিনটি ছবি পোস্ট করেন বুবলী। ক্যাপশনে লেখেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দর কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

শুধু নিজেই কিনে ক্ষান্ত থাকেননি নায়িকা। পুড়ে যাওয়া কাপড় কিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আহ্বান জানান সবাইকে।

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। তার পোড়া কাপড়্গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ তুলে দিতে চায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে। তাদের এই উদ্যোগে সমর্থন দিতেই পোড়া কাপড় কিনছেন হৃদয়বান ব্যক্তিরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে : তারেক রহমান

বঙ্গবাজারের পোড়া কাপড় কিনছেন তারকারা

প্রকাশের সময় : ১১:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধু দোকানপাট-জিনিসপত্রই নয়, এদিন পুড়ে গেছে অনেকের স্বপ্নও। দু’চোখ জুড়ে তাদের অশ্রুধারা। তাদের মলিন মুখে কিছুটা হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই সংগঠনটি বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড় সংগ্রহ করে সেগুলোকে সংস্কার করে বিক্রি করছে ক্রেতাদের মাঝে। আর তাতে সাড়া দিচ্ছেন সমাজের সর্বস্তরের লোকেরা, বাদ যাননি সিনে তারকারাও।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ১ লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনলেন গুণী সংগীতশিল্পী তাহসান খান। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে সংগঠনটি জানিয়েছে, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু পোড়া কাপড়।

নগদ এক কোটি টাকা তুলে তা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দিতে চায় সংগঠনটি। সচেতনতা বাড়াতে আরো কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করার কথা জানিয়েছে সংগঠনটি।

তাহসানের এই মানবিক কাজে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত ও নেটিজেনরা। মানুষের সংকটে রাষ্ট্রের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তারা।

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে।

আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!

জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।

পোস্টে আরও লেখা হয়েছে, ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট, তবুও সকলকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইলো। উল্লেখ্য লোক সংকটে আমাদের রেস্পন্স করতে দেরি হচ্ছে। কৃতজ্ঞতা বিদ্যা সিনহা মিমকে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

এদিন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় কিনেছেন। নিজের ফেসবুক পেজে পোস্ট করে নিজেই জানালেন সেকথা।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে কাপড় কেনার তিনটি ছবি পোস্ট করেন বুবলী। ক্যাপশনে লেখেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দর কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

শুধু নিজেই কিনে ক্ষান্ত থাকেননি নায়িকা। পুড়ে যাওয়া কাপড় কিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আহ্বান জানান সবাইকে।

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। তার পোড়া কাপড়্গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ তুলে দিতে চায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে। তাদের এই উদ্যোগে সমর্থন দিতেই পোড়া কাপড় কিনছেন হৃদয়বান ব্যক্তিরা।