টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৫ জুলাই) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়।
জানা গেছে, বুধবার ভোরে সড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় একটি ট্রাক বিকল হওয়ার কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
এদিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী পরিবহনগুলো ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে। এতে ওই আঞ্চলিক সড়কেও কোথাও কোথাও পরিবহনের ধীরগতি সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। সেখান থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন ধীরগতি শুরু হয়।
এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এছাড়া এলেঙ্গায় একটি ট্রাক বিকল হওয়ায় বুধবার সকাল থেকেই সড়কে জট লেগে যাচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, মহাসড়কের হাতিয়া এলাকায় একটি ট্রাক বিকল হয়। ফলে দু’পাশে যানবাহন আটকে পড়ে। বিকল হওয়া যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরগতিতে পরিবহন চলাচল করছে।