Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

সড়ক দুর্ঘটনা ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন। এ জন্য তীব্র গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারীদের।

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন। একদিকে মহাসড়কে পরিবহনের ধীরগতি অন্যদিকে তীব্র গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।

বুধবার (৭ জুন) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত এই মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটারের মধ্যে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানবাহন ধীরগতিতে রয়েছে।

এদিকে, মহাসড়কে পরিবহনের চাপ ও ধীরগতির কারণে অনেক পরিবহন বঙ্গবন্ধু সেতু গোলচত্বর হয়ে ভূঞাপুর-বঙ্গবন্ধু-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার দিকে যায়।

জানা যায়, মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১১, ৮ ও ৬নং ব্রিজের কাছে তিনটি পরিবহন বিকল হয়। বিকল হওয়া পরিবহনের মধ্যে ছিল ট্রাক ও যাত্রীবাহী বাস। বিকল হওয়া এসব পরিবহন সরাতে সময় লাগায় মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়।
মহাসড়কের জোকারচর এলাকায় সিরাজগঞ্জগামী বাস চালক হাসেম মিয়ার সঙ্গে। তিনি বলেন, এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ মিনিটের সড়ক আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। শুনেছি দুর্ঘটনা হয়েছে। তাই সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘মহাসড়কের কয়েকটি স্থানে বাস, ট্রাকসহ তিনটি পরিবহন বিকল হয়। এর ফলে বুধবার সকাল থেকে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে ধীরগতির সৃষ্টি হয়। এতে ঢাকাগামী পরিবহনগুলো ভূঞাপুর হয়ে এলেঙ্গায় প্রবেশ করে। পরে দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়ার পর সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের সল্লা এলাকায় কাঁচামালবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। ট্রাকটির মালামাল আনলোড করতে সময় লেগে যায়। এ সময় দুই লেন সড়কের একলেন বন্ধ ছিল। এজন্য যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করছে।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

প্রকাশের সময় : ০৪:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

সড়ক দুর্ঘটনা ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন। এ জন্য তীব্র গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারীদের।

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন। একদিকে মহাসড়কে পরিবহনের ধীরগতি অন্যদিকে তীব্র গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।

বুধবার (৭ জুন) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত এই মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটারের মধ্যে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানবাহন ধীরগতিতে রয়েছে।

এদিকে, মহাসড়কে পরিবহনের চাপ ও ধীরগতির কারণে অনেক পরিবহন বঙ্গবন্ধু সেতু গোলচত্বর হয়ে ভূঞাপুর-বঙ্গবন্ধু-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার দিকে যায়।

জানা যায়, মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১১, ৮ ও ৬নং ব্রিজের কাছে তিনটি পরিবহন বিকল হয়। বিকল হওয়া পরিবহনের মধ্যে ছিল ট্রাক ও যাত্রীবাহী বাস। বিকল হওয়া এসব পরিবহন সরাতে সময় লাগায় মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়।
মহাসড়কের জোকারচর এলাকায় সিরাজগঞ্জগামী বাস চালক হাসেম মিয়ার সঙ্গে। তিনি বলেন, এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ মিনিটের সড়ক আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। শুনেছি দুর্ঘটনা হয়েছে। তাই সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘মহাসড়কের কয়েকটি স্থানে বাস, ট্রাকসহ তিনটি পরিবহন বিকল হয়। এর ফলে বুধবার সকাল থেকে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে ধীরগতির সৃষ্টি হয়। এতে ঢাকাগামী পরিবহনগুলো ভূঞাপুর হয়ে এলেঙ্গায় প্রবেশ করে। পরে দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়ার পর সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের সল্লা এলাকায় কাঁচামালবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। ট্রাকটির মালামাল আনলোড করতে সময় লেগে যায়। এ সময় দুই লেন সড়কের একলেন বন্ধ ছিল। এজন্য যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করছে।