Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গায় বাস উল্টে নিহত ১

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা বঙ্গবন্ধু টানেলের গোলচত্বরে এলাকায় বাস উল্টে আবুল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। তবে তিনি পতেঙ্গা চরপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্র জানায়, আজ দুপুর ১২টার সময় পতেঙ্গা প্রান্তে টানেল সংযোগ সড়কের ওয়াই জংশন এলাকায় একটি বাস আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওই সময় ১০ থেকে ১২ জন আহত হন এবং ঘটনাস্থলে পথচারী আবুল হোসেন মারা যান। বাসটি কিছু যাত্রী নিয়ে টানেল পেরিয়ে আনোয়ারা প্রান্তে যাচ্ছিল বলে জানা গেছে। ঘটনার পর বাস জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এর আগে ৩ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং চারজন আহত হন। এ ছাড়া গত ৩০ অক্টোবর আনোয়ারা প্রান্তে টোল প্লাজা–সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

সিএমপির কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, টানেলের পতেঙ্গা প্রান্তে ওয়াই জংশন এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাস জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গায় বাস উল্টে নিহত ১

প্রকাশের সময় : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা বঙ্গবন্ধু টানেলের গোলচত্বরে এলাকায় বাস উল্টে আবুল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। তবে তিনি পতেঙ্গা চরপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্র জানায়, আজ দুপুর ১২টার সময় পতেঙ্গা প্রান্তে টানেল সংযোগ সড়কের ওয়াই জংশন এলাকায় একটি বাস আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওই সময় ১০ থেকে ১২ জন আহত হন এবং ঘটনাস্থলে পথচারী আবুল হোসেন মারা যান। বাসটি কিছু যাত্রী নিয়ে টানেল পেরিয়ে আনোয়ারা প্রান্তে যাচ্ছিল বলে জানা গেছে। ঘটনার পর বাস জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এর আগে ৩ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং চারজন আহত হন। এ ছাড়া গত ৩০ অক্টোবর আনোয়ারা প্রান্তে টোল প্লাজা–সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

সিএমপির কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, টানেলের পতেঙ্গা প্রান্তে ওয়াই জংশন এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাস জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছেন।