নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আট দেশের সামরিক উপদেষ্টা।
বুধবার (১৬ আগস্ট) সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসির নেতৃত্ব ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আট সামরিক উপদেষ্টা।
আট সামরিক উপদেষ্টা হলেন– অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাচ লে. কর্নেল জন ডেম্পসে, চীনের ডিফেন্স অ্যাটাচ সিনিয়র কর্নেল ডু জিং সেং, অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স অ্যাটাচ কর্নেল কিউ হাইমো, ভারতের ডিফেন্স অ্যাডভাইজার মানমিত সিং সাবারওয়াল, অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স অ্যাডভাইজার স্কোয়ারডন লিডার আভুতোষ শর্মা, নেপালের মিলিটারি অ্যাটাচ ব্রিগেডিয়ার জেনারেল রোশান শামসের রানা, রাশিয়ার মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাচ কর্নেল সার্গেই ভিক্টরভিচ নেদেনভ, যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং সিনিয়র ডিফেন্স অফিসিয়াল অ্যান্ড ডিফেন্স অ্যাটাচ লে. কর্নেল নিকোলাস এনজি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর মেজর জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতার রূপকার, স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমার সঙ্গে বাংলাদেশে কর্মরত বিশ্বের বিভিন্ন দেশের মিলিটারি অ্যাটাচে, নেভাল অ্যাটাচে এবং সামরিক অ্যাটাচে যারা আছেন, তারাও এসেছেন। জাতির পিতার প্রতি যে শ্রদ্ধা সারাবিশ্বে বর্তমানে রয়েছে, সেটার বহিঃপ্রকাশ ঘটাতেই বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা আমার সঙ্গে যোগ দিয়েছেন। আমাদের দেশে বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাচেরা কর্মরত আছেন, তারা আজকে এখানে এসেছেন।
এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আট দেশের সামরিক উপদেষ্টা।