সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আমাদের স্বপ্ন নষ্ট করে দেওয়া হয়েছিল। আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম। আল্লাহর হুকুমে শেখ হাসিনা থাকায় বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে এবং সে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আগামী দুই-তিন মাস ওই খুনিরা অতীতে যে ধরনের ঘটনা ঘটিয়েছে, তার চেয়েও ভয়ংকর ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র করার জন্য লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্য যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, শোকের দিনে একটা কথা বলতে চাই, পঁচাত্তরের ১৫ আগস্ট একসঙ্গে ২৬ জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমত যে দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) সেদিন জার্মানিতে ছিলেন। সেদিন সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আল্লাহ তায়ালার হুকুমে শেখ হাসিনা থাকাতে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে এবং স্বপ্ন বাস্তবায়ন করছে।
আলোচিত এই রাজনীতিক বলেন, আওয়ামী লীগ করি বা কোনো দল করি সেটা ব্যাপার না। এ দেশটা আমাদের সবার, এ দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিল। শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না, অন্ততপক্ষে আগামী ৫০ বছরেও। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করান। শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাচ্ছেন। আমাদের সকলের তাঁর পেছনে দাঁড়ানো প্রয়োজন।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে শামীম ওসমান বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে এমন কথা বলে ২১ জন মানুষকে হত্যা করা হয়েছিল। যারা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে ইসলামকে ব্যবহার করে মানুষকে হত্যা করে। তাঁদের কাছে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা যায় না। যাঁরা ৭১ সালে আমাদের ৩০ লক্ষ মানুষের রক্ত নেওয়ার জন্য পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছে, তাঁদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।
শামীম ওসমান আরও বলেন, পৃথিবীর কোনো দেশ নাই যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতির সুযোগ পায়। আমাদের দেশই একটা অভাগা দেশ যেখানে ওরা এখানো কথা বলে যাচ্ছে। আর আমাদের তরুণ সমাজ চুপ করে তাদের কথা শোনে। আমার মনে হয়, ৩০ লক্ষ শহীদের আত্মা আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম তাঁদের বিবেকের কাছে আজ লজ্জিত হচ্ছে।
তিনি বলেন, কোন দল করি এটা বড় ব্যাপার না। এবার ঘুমিয়ে না থেকে জেগে উঠুন,দেশটাকে বাঁচাতে হবে। শেখ হাসিনার কিছু হলে দেশটা আবারও পিছিয়ে যাবে। মানুষের স্বপ্ন শেখ হাসিনা। তিনি শোককে শক্তিতে পরিণত করে মানুষের জন্য কাজ করছেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক প্যানেল মেয়র কাউন্সিলর শাহ জালাল বাদল, শ্রমিক নেতা মো. আশরাফ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আমিনুল হক ভূইয়া রাজু, যুবলীগ নেতা তোফায়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী, যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।