Dhaka মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় তোজাম্মেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮), আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) ও কামরুজ্জামানের ছেলে মিশু (২৭)। তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) ও বিশু আকন্দের ছেলে আশিক (২৮)। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পিন্টু ওরফে মাজেদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।

অপরদিকে অপ্রাপ্তবয়স্ক আসামি ও খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬) এবং মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০)। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯) আদালত থেকে খালাস পেয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাছেদ।

তিনি জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল বৈঠাভাঙা গ্রামে চাচাতো ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ খেতে যান। নিমন্ত্রণ খেয়ে মোটরসাইকেলে তিনি ও তার চাচাতো ভাই নয়ন, আসাদ বাড়িতে ফিরছিলেন। তারা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তোজাম ও নয়নকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে নেওয়ার পথে তোজাম মারা যান।

তিনি আরও জানান, রায়ে চার্জশিটভুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা আদালতে হাজির হননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না : জামায়াত আমির

বগুড়ায় তোজাম্মেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৩:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮), আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) ও কামরুজ্জামানের ছেলে মিশু (২৭)। তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) ও বিশু আকন্দের ছেলে আশিক (২৮)। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পিন্টু ওরফে মাজেদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।

অপরদিকে অপ্রাপ্তবয়স্ক আসামি ও খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬) এবং মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০)। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯) আদালত থেকে খালাস পেয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাছেদ।

তিনি জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল বৈঠাভাঙা গ্রামে চাচাতো ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ খেতে যান। নিমন্ত্রণ খেয়ে মোটরসাইকেলে তিনি ও তার চাচাতো ভাই নয়ন, আসাদ বাড়িতে ফিরছিলেন। তারা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তোজাম ও নয়নকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে নেওয়ার পথে তোজাম মারা যান।

তিনি আরও জানান, রায়ে চার্জশিটভুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা আদালতে হাজির হননি।