চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ স্টেশন এলাকার বালুদিয়াড়ে দুই ভাগ হয়ে পড়ে। এতে পেছনের ১১টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে ট্রেনটি সামনে চলে যায়। ঘটনাটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। বগি রেখে ট্রেন আলাদা হওয়ার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেলচলাচল ৩০ মিনিট বন্ধ থাকে।
সরদহ স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৭টা ৪৯ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশন ছেড়ে যায়। ৭ টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার বালুদিয়াড়ে এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় ট্রেনের বগির কাপলিংক ভেঙে যায়। এতে ট্রেন দুই ভাগে আলাদা হয়ে পড়ে। পেছনের ১১ টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে ট্রেনটি প্রায় ২ কিলোমিটার দুরে চলে আসে। ট্রেনের চালক ও পরিচালক বিষয়টি বুঝতে পেরে পেছনে ফেলে আসা বগির কাছে পুনরায় ফিরে আসে।
এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নামেন। ঘটনাটির পর রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আধাঘণ্টা ব্যাপী চেষ্টা করে পুনরায় বগিগুলো নিয়ে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে রওনা দিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সরদহ রেল স্টেশন মাস্টার ইকবাল করিম জানান, সকাল ৮টা ২৫ মিনিটের সময় আধা ঘণ্টা দেরিতে পুনরায় ১১টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়। তবে ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি 


















