Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বউয়ের বদভ্যাসে বিরক্ত শহিদ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা শহিদ কাপুর। ব্যক্তিগত জীবনে রুপালি পর্দার অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৭ জুলাই মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার জন্ম হয়। এর পর আরেক পুত্রের বাবা-মা হয়েছেন শহিদ-মিরা।

দাম্পত্য জীবনে খুব ভালো সময় পার করছেন শহিদ-মিরা। স্ত্রী-সন্তান আর কাজ নিয়েই এখন শহিদের জীবন। কিন্তু স্ত্রীর কয়েকটি বদভ্যাসে বিরক্ত শহিদ। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ‘কবীর সিং’খ্যাত এ অভিনেতা।

শহিদ কাপুর বলেন, ‘মিরার ঘুমের অভ্যাস আমার পছন্দ না। কারণ সে ঘুমালে উঠতে চায় না। ঘুম থেকে ওঠার জন্য যদি ডাকি তা হলে বিরক্ত হয়। এমনকি সকাল ৯টায় ডাকলেও এমন করে।’

বিয়ের আগে একা নিজের ভারসোভার বাড়িতে থাকতেন শহীদ। প্রেমিকা নেই, পরিবার অন্যত্র। নিজের মতো করে বাঁচতেন শহীদ। বিয়ের পরে জীবনে নতুন মানুষের আবির্ভাব ঘটেছে। তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা কম করেননি শহীদ। নিজের অনেক স্বভাবে পরিবর্তনও এনেছেন। তাতেও নাকি স্ত্রীর মন পাননি তিনি।

মিরা রাজপুতের দ্বিতীয় বদভ্যাসের কথা জানিয়ে শহিদ কাপুর বলেন, ‘মিরার আরেকটি কাজকে আমি ঘৃণা করি। আর তা হলো— সে আমাকে কোনো কাজের ক্রেডিট দেয় না। আমার কাছে এমন কিছু নেই, যা দিয়ে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি। জানি না, কেন সে আমাকে ক্রেডিট দিতে চায় না।’

সাক্ষাৎকারে বলেন,  আমার প্রশংসা করতে বোধ হয় মীরার গায়ে জ্বর আসে। আমি যাই করি না কেন, কিছুতেই মীরা আমার প্রশংসা করবে না। আমাকে না শুধরে ও থামবে না।

এক সাক্ষাৎকারে শহীদ এও জানান যে, বিয়ের পরে মীরাকে নিজের বাড়িতে আনতে গিয়ে নিজেই লজ্জায় পড়ে গিয়েছিলেন তিনি। শহীদ বলেন, যখন আমার ও মীরার বিয়ে হয়, তার আগেই আমি ভারসোভায় নতুন বাড়িতে এসেছি। নতুন বা়ড়িতে এসে মীরার নালিশের শেষ নেই। মীরা আমাকে জিজ্ঞাসা করেছিল, রান্নাঘরে তো মাত্র দু’টো চামচ আর একটা প্লেট রয়েছে, এই ভাবে কে থাকে’! আমি তখন বললাম ওকে, আমি তো এত দিন একা থাকতাম, আর কী ভাবে থাকব!

বিয়ের পর মানুষ হিসাবে অনেক বদলে গেছেন শহীদ। অভিনেতার মতে, বিয়ের পরে পুরুষরা বুঝতে পারেন, এত দিন পর্যন্ত জীবনে কোন কোন জায়গায় ভুল করেছে সে। সেই অনুযায়ী নিজের মধ্যেও বদল আনার চেষ্টা করা যায়।

এখন মীরা ও শাহিদ দুই সন্তানের মা-বাবা। চলতি বছরে মীরার সঙ্গে বিয়ের আট বছর পূর্ণ করতে চলেছেন অভিনেতা।

শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা আগামী ৯ জুন মুক্তি পাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— সঞ্জয় কাপুর, রণিত রায়, ডায়ানা পেন্টি প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বউয়ের বদভ্যাসে বিরক্ত শহিদ

প্রকাশের সময় : ১১:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা শহিদ কাপুর। ব্যক্তিগত জীবনে রুপালি পর্দার অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৭ জুলাই মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার জন্ম হয়। এর পর আরেক পুত্রের বাবা-মা হয়েছেন শহিদ-মিরা।

দাম্পত্য জীবনে খুব ভালো সময় পার করছেন শহিদ-মিরা। স্ত্রী-সন্তান আর কাজ নিয়েই এখন শহিদের জীবন। কিন্তু স্ত্রীর কয়েকটি বদভ্যাসে বিরক্ত শহিদ। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ‘কবীর সিং’খ্যাত এ অভিনেতা।

শহিদ কাপুর বলেন, ‘মিরার ঘুমের অভ্যাস আমার পছন্দ না। কারণ সে ঘুমালে উঠতে চায় না। ঘুম থেকে ওঠার জন্য যদি ডাকি তা হলে বিরক্ত হয়। এমনকি সকাল ৯টায় ডাকলেও এমন করে।’

বিয়ের আগে একা নিজের ভারসোভার বাড়িতে থাকতেন শহীদ। প্রেমিকা নেই, পরিবার অন্যত্র। নিজের মতো করে বাঁচতেন শহীদ। বিয়ের পরে জীবনে নতুন মানুষের আবির্ভাব ঘটেছে। তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা কম করেননি শহীদ। নিজের অনেক স্বভাবে পরিবর্তনও এনেছেন। তাতেও নাকি স্ত্রীর মন পাননি তিনি।

মিরা রাজপুতের দ্বিতীয় বদভ্যাসের কথা জানিয়ে শহিদ কাপুর বলেন, ‘মিরার আরেকটি কাজকে আমি ঘৃণা করি। আর তা হলো— সে আমাকে কোনো কাজের ক্রেডিট দেয় না। আমার কাছে এমন কিছু নেই, যা দিয়ে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি। জানি না, কেন সে আমাকে ক্রেডিট দিতে চায় না।’

সাক্ষাৎকারে বলেন,  আমার প্রশংসা করতে বোধ হয় মীরার গায়ে জ্বর আসে। আমি যাই করি না কেন, কিছুতেই মীরা আমার প্রশংসা করবে না। আমাকে না শুধরে ও থামবে না।

এক সাক্ষাৎকারে শহীদ এও জানান যে, বিয়ের পরে মীরাকে নিজের বাড়িতে আনতে গিয়ে নিজেই লজ্জায় পড়ে গিয়েছিলেন তিনি। শহীদ বলেন, যখন আমার ও মীরার বিয়ে হয়, তার আগেই আমি ভারসোভায় নতুন বাড়িতে এসেছি। নতুন বা়ড়িতে এসে মীরার নালিশের শেষ নেই। মীরা আমাকে জিজ্ঞাসা করেছিল, রান্নাঘরে তো মাত্র দু’টো চামচ আর একটা প্লেট রয়েছে, এই ভাবে কে থাকে’! আমি তখন বললাম ওকে, আমি তো এত দিন একা থাকতাম, আর কী ভাবে থাকব!

বিয়ের পর মানুষ হিসাবে অনেক বদলে গেছেন শহীদ। অভিনেতার মতে, বিয়ের পরে পুরুষরা বুঝতে পারেন, এত দিন পর্যন্ত জীবনে কোন কোন জায়গায় ভুল করেছে সে। সেই অনুযায়ী নিজের মধ্যেও বদল আনার চেষ্টা করা যায়।

এখন মীরা ও শাহিদ দুই সন্তানের মা-বাবা। চলতি বছরে মীরার সঙ্গে বিয়ের আট বছর পূর্ণ করতে চলেছেন অভিনেতা।

শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা আগামী ৯ জুন মুক্তি পাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— সঞ্জয় কাপুর, রণিত রায়, ডায়ানা পেন্টি প্রমুখ।