আন্তর্জাতিক ডেস্ক :
মদ্যপ অবস্থায় দুবাই-অমৃতসর ফ্লাইটে এক এয়ার হোস্টেসের শ্লীলতাহানির অভিযোগে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৫ মে) ভারতের পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গ্রেফতার রাজিন্দর সিং পাঞ্জাবের জলন্ধরের কোটলি গ্রামের বাসিন্দা। শনিবার (১৩ মে) এয়ার হোস্টেসের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তার শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
এয়ার হোস্টেস ঘটনাটি ক্রুদের নজরে আনেন। অভিযুক্ত ব্যক্তি মাতাল অবস্থায় ছিলেন বলে অভিযোগ করে পুলিশ।
এরপর ক্রু সদস্যরা বিষয়টি সম্পর্কে অমৃতসর কন্ট্রোল রুমে অবহিত করেন এবং এয়ারলাইনের সহকারী নিরাপত্তা ব্যবস্থাপক পুলিশে অভিযোগ করেন।
অভিযুক্ত যাত্রী পাঞ্জাবের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে তাকে গ্রেফতার করা হয়।
ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ (নারীর শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ধারা ৫০৯ এ (একজন নারীর শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ) এর অধীনে মামলা করা হয়েছে পুলিশ জানিয়েছে। সূত্র: এনডিটিভি।
আন্তর্জাতিক ডেস্ক 
























