চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির অংশটি প্রতিস্থাপন করা হয়। একই ঘটনায় গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমদের অবস্থাও ভালো। তাকে বর্তমানে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। এই সপ্তাহের মধ্যেই দুজনে হাসপাতাল ছাড়তে পারবেন বলে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন, শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসকরা দুই ঘণ্টার চেষ্টায় খুলিটি প্রতিস্থাপন করেন। এখন মামুন ভালো আছে। তাকে এখন কেবিনে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ইমতিয়াজের অবস্থাও অনেক ভালো। তাকে এখন শুধু থেরাপি দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট ভালো। দুইজনকে চাইলে এই সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রাত থেতে ৩১ আগস্ট বিকালে পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় চবি শিক্ষার্থী মামুন মিয়া, ইমতিয়াজ আহমদসহ প্রায় ২০০ শিক্ষার্থী আহত হন। এতে মামুন ও ইমতিয়াজ মাথার গুরুতর আঘাত পান। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
সেখান থেকে তাদের পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে মামুনের মাথায় অস্ত্রোপচার করে খুলির অংশ খুলে রাখা হয়। শনিবার সেই অংশ প্রতিস্থাপন করা হল।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 























