বিনোদন ডেস্ক :
নানা আলোচনা-সমালোচনার পর ফের শুরু হচ্ছে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লিগের (সিসিএল) বাকি ম্যাচগুলো। সেলিব্রিটি ক্রিকেট লীগের গ্রুপপর্বের এক ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থগিত করা হয় সিসিএল। এ ঘটনায় ছয় জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাও দেয়া হয়েছিল। সব সমস্যার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে হবে সেলিব্রিটি ক্রিকেট লীগ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসবে এ আসর।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সব সমস্যা কাটিয়ে সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ অক্টোবর) আয়োজক কমিটি জেনারেশন নেক্সট’র পক্ষ থেকে এমনটাই জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সব দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা।
আয়োজক কমিটির একজন সদস্য জানায়, যারা খেলার ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নির্মাতা সকাল আহমেদের নেতৃত্বাধীন ভার্সেটাইল ডমিনেটরসের বিপক্ষে মাঠে নেমেছে রায়হান রাফীর দল অ্যাভেঞ্জারস। এরপর বেলা সাড়ে ১১টায় মুখোমুখি হওয়ার কথা চয়নিকা চৌধুরীর দল গোল্ডস্যান্ডস স্ট্রাইকারস ও গিয়াসউদ্দিন সেলিমের এসজেএল ক্রেজি। দুপুর একটায় অনুষ্ঠিত হবে সকাল আহমেদের ভার্সেটাইল ডমিনেটরস বনাম মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ম্যাচটি।
সেলিব্রিটি ক্রিকেট লীগ নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, সেলিব্রিটি ক্রিকেট লীগের জন্য আমেরিকা থেকে বাংলাদেশ ফিরে যাচ্ছি। যেহেতু এখানে চুক্তিবদ্ধ ছিলাম তাই এখানকার কাজ ফেলেই ফিরে যেতে হচ্ছে। দেখা হবে সবার সঙ্গে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
উল্লেখ্য, আনন্দ-উচ্ছ্বাসে অনুশীলন পর্ব শেষে গত ২৯ সেপ্টেম্বর শুরু হয় সিসিএল-এর প্রথম এই আসর। কিন্তু দ্বিতীয় দিনই ঘটে বিপত্তি। নির্মাতা দীপংকর দীপনের দলের ওপর হামলা চালায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজের টিমের কয়েক সদস্য। এ ঘটনায় বন্ধ হয়ে যায় খেলা। পুরো আয়োজন ঘিরেই দেখা দেয় অনিশ্চয়তা। তবে আয়োজকরা আশ্বস্ত করেন, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুনরায় খেলাও অনুষ্ঠিত হবে বলে জানান। সেই কথারই বাস্তবায়ন হচ্ছে এবার।