Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের প্রশাসনিক পদে বড় রদবদল করলো সরকার

নিজস্ব প্রতিবেদক : 

প্রশাসনিক পদে বড় রদবদল করেছে সরকার। কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগসহ কয়েকটি প্রশাসনিক পদে বড় রদবদল করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (১৮ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দফতরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তার চাকরি ন্যস্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমান নিয়োগ পেয়েছেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে। তাকেও একই বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া, বর্তমান কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খান-কে বদলি করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আব্দুল মান্নানকে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আমেনা বেগমকে বদলি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফের প্রশাসনিক পদে বড় রদবদল করলো সরকার

প্রকাশের সময় : ০১:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

প্রশাসনিক পদে বড় রদবদল করেছে সরকার। কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগসহ কয়েকটি প্রশাসনিক পদে বড় রদবদল করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (১৮ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দফতরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তার চাকরি ন্যস্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমান নিয়োগ পেয়েছেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে। তাকেও একই বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া, বর্তমান কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খান-কে বদলি করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আব্দুল মান্নানকে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আমেনা বেগমকে বদলি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।