আন্তর্জাতিক ডেস্ক :
ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ মে দেশটিতে সংগঠিত সহিংস বিক্ষোভ সম্পর্কিত একটি মামলায় তাকে আদিয়ালা জেল থেকে হেফাজতে নিয়েছে পুলিশ।
একই জেলে সাজাভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
মাত্র গত সপ্তাহে সাইফার মামলায় জামিন পেয়েছিলেন কুরেশি। বুধবার তাকে জনশৃঙ্খলা রক্ষার (৩-এমপিও) অধীনে আটক করা হয়েছিল।
কারাগারের বাইরে সাংবাদিকদের কুরেশি বলেন, আমাকে একটি ভুয়া মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। আমি নির্দোষ এবং রাজনৈতিকভাবে শিকার হচ্ছি। এগুলা অত্যাচার, অবিচার। এটা সুপ্রিম কোর্টের আদেশকে উপহাস। কোনো কারণ ছাড়াই আমাকে রাজনৈতিক নির্যাতনের শিকার বানানো হচ্ছে।
চলতি বছরের শুরুতে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)-এর প্রাঙ্গণ থেকে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর ৯ মে দেশজুড়ে দাঙ্গা বাধে। এই মামলার সঙ্গে কুরেশি জড়িত ছিলেন।
সূত্রের মতে, কুরেশিকে জিএইচকিউ হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তাকে সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) পেশ করা হবে।
পুলিশ জানিয়েছে, সাইফার মামলায় কুরেশিকে জামিন দেওয়া হয়। কিন্তু পরে তাকে আবার ১৫ দিনের আটকের আদেশ জারি করা হয়েছে।
আটকের আদেশে বলা হয়, সিটি পুলিশ অফিসার (সিপিও) একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন কুরেশি একটি রাজনৈতিক দলের সদস্য যা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত। দলটি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে।
পিটিআই-নেতৃত্বাধীন সরকারের সময় দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুরেশি। এই বছরের আগস্টে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে সাইফার মামলায় মামলা করা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কুরেশিও অভিযুক্ত হন।