নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর মাঝখানে চলন্ত ফেরীতে ট্রাকের ধাক্কায় ৫টি যানবাহনসহ ৩ জন নিখোঁজ হয়। রাতেই ৩ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও পাগলা কোস্টগার্ড।
নিহতরা হলেন- সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক দুইজন নিখোঁজের সংবাদ পাওয়া যায়। তার কিছুক্ষন পর জানা যায় গার্মেন্টস শ্রমিক রফিককে আশঙ্কাজনক অবস্থায় নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
নিহত রফিকের স্ত্রী পিংকি জানান, তার স্বামীর বাড়ি ফতুল্লার ভোলাইল থেকে তার বাবার বাড়ি বক্তাবলী মোটরসাইকেল যোগে স্বামী দুই শিশু সন্তান নিয়ে যাচ্ছিলেন। ধলেশ্বরী নদী পাড় হওয়ার সময় বক্তাবলী ফেরিতে একটি ট্রাক তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল সহ দুই শিশু সন্তানকে নিয়ে পিংকি ফেরিতে পড়ে যায়। তখন ট্রাকটি রফিককে নিয়ে পানিতে পড়ে যায়। ওইসময় ফেরিতে থাকা লোকজন রফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত প্রবাসী মাসুদ রানার মা পারভিন আক্তার জানান, ২৫ দিন আগে মাসুদ রানা সিঙ্গাপুর থেকে দেশে এসেছে। এর মধ্যে সে নারায়ণগঞ্জে ড্রাইভিং শিখতে শুরু করেছিল। শনিবার রাত ৯টায় ড্রাইভিং শিখে বাড়ি ফিরছিলেন। ঘাটে এসে তার স্ত্রীকে ফোন করে বলেন আমি ফেরিতে উঠছি বাসায় চলে আসছি। কিছুক্ষণ পর জানতে পারি ফেরিতে দুর্ঘটনা ঘটেছে। এরপর মাসুদ রানার মোবাইল বন্ধ পাওয়ায় নদীর তীরে এসে অপেক্ষা করে রাত ২টায় তার মৃত দেহ নিয়ে বাড়ি ফিরছি।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, রাত ৯টার সময় ফতুল্লা থেকে বক্তাবলী ঘাটের উদ্দেশ্যে যানবাহন ভর্তি একটি ফেরী রওনা দেয়। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ২টি ইজিবাইক রিকশা, ১টি ভ্যান গাড়ি, ১টি মোটর সাইকেল নিয়ে নদীতে পড়ে যায়। এসময় ফেরিতে থাকা লোকজন নদী থেকে রফিক নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। মাসুদ রানা ও স্বাধীন নামে দুই জনের লাশ রাত দেড়টায় পুলিশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ যানবাহন গুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি 






















