Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেরার ম্যাচে মায়ামিকে জেতাতে পারেননি মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

স্বপ্ন দেখলেও প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যায় ইন্টার মায়ামি। যদিও মৌসুমের শেষটা সুন্দর করার প্রত্যাশা ছিল। কিন্তু সেটাও করতে পারলেন না লিওনেল মেসিরা। মেজর লিগের প্লে অফ থেকে আগেই ছটকে গিয়েছে ডেভিড ব্যাকহামের দল। আজকের এই ম্যাচটি ছিল তাই অনেকটা নিয়মরক্ষার। তবে আর্জেন্টাইন জাদুকরের ফেরার এ ম্যাচেও হেরেছে মিয়ামি।

রোববার (২২ অক্টোবর) ভোরে আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হয় মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি মাঠ ছেড়েছে ১-০ ব্যবধানে হার নিয়ে। ম্যাচের পুরোটা সময় মেসি মাঠে থাকলেও মায়ামি ফলাফল পরিবর্তন করতে পারেনি।

শার্লটের মাঠে এ দিন শুরু থেকেই খেলেছেন মেসি। বল দখলেও মিয়ামিই ছিল এগিয়ে। তবে ব্যর্থ হয়েছে গোলের দেখা পেতে। এদিকে মেসিদের বিপক্ষে আজ দুর্দান্ত খেলেছে শার্লটও।

মেসির ফেরার এ ম্যাচে ২ মিনিটের মাথায়ই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিয়ামি। বল জালেও পাঠিয়েছিল তারা, তবে গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে। এদিকে মিয়ামি লিড নিতে না পারলেও ম্যাচের ১৩ মিনিটের মাথায় ঠিকই এগিয়ে যায় শার্লট।

যদিও প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে ছিলেন মেসিরা। ৬১ ভাগ বল পজিশনে রেখে প্রতিপক্ষের ওপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসিরা। অন্যদিকে, আক্রমণ ও সুযোগ তৈরিতে মায়ামির সঙ্গে পাল্লা দিয়েছে শার্লটও। মায়ামিকে তারা লিগে দশম হারের তেতো স্বাদ দিয়েছে।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়েই লড়াই করেছে মিয়ামি। তবে গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের। এদিকে বিরতিতে থেকে ফেরার পরই মেসির নৈপুণ্যে গোলের দেখা পেয়েছিল মিয়ামি। দারুণ এক শটে আর্জেন্টাইন জাদুকর লক্ষ্যভেদ করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে।

এরপর ম্যাচের ৬২ মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন মেসি। ফ্রি কিকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন তিনি, তবে তা ফিরে আসে বারে লেগে। এরপর শেষ পর্যন্ত আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে।

মৌসুম শেষ হওয়ার মাধ্যমে মায়ামি অধ্যায় শেষ হয়ে গেল মেসি-জোসেফ মার্টিনেজ জুটির। কারণ মার্টিনেজ আর মায়ামিতে থাকছেন না। কোচ জেরার্দো মার্টিনো ম্যাচ শেষে খবরটি নিশ্চিত করেছেন। ফলে মেসির সঙ্গে আক্রমণভাগে নতুন কারও দেখা মিলতে পারে। দুইয়ে দুইয়ে মিলে গেলে ভক্তদের সামনে আবারও পুরনো জুটি দেখার সুযোগ আসতে পারে মেসি ও লুইস সুয়ারেজের।

এই হারে লিগে শেষ ৬ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন থাকল মায়ামি। যেখানে ২১ সেপ্টেম্বরের পর আর কোনো জয়ের দেখা পাননি মেসিরা। ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে মেসিদের অবস্থান ১৪ নম্বরে। সবমিলিয়ে লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছে তারা। ড্র করেছে ৭ ম্যাচে। আর বাকি ১৮ ম্যাচেই হেরেছে লিওনেল মেসির দল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফেরার ম্যাচে মায়ামিকে জেতাতে পারেননি মেসি

প্রকাশের সময় : ১২:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

স্বপ্ন দেখলেও প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যায় ইন্টার মায়ামি। যদিও মৌসুমের শেষটা সুন্দর করার প্রত্যাশা ছিল। কিন্তু সেটাও করতে পারলেন না লিওনেল মেসিরা। মেজর লিগের প্লে অফ থেকে আগেই ছটকে গিয়েছে ডেভিড ব্যাকহামের দল। আজকের এই ম্যাচটি ছিল তাই অনেকটা নিয়মরক্ষার। তবে আর্জেন্টাইন জাদুকরের ফেরার এ ম্যাচেও হেরেছে মিয়ামি।

রোববার (২২ অক্টোবর) ভোরে আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হয় মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি মাঠ ছেড়েছে ১-০ ব্যবধানে হার নিয়ে। ম্যাচের পুরোটা সময় মেসি মাঠে থাকলেও মায়ামি ফলাফল পরিবর্তন করতে পারেনি।

শার্লটের মাঠে এ দিন শুরু থেকেই খেলেছেন মেসি। বল দখলেও মিয়ামিই ছিল এগিয়ে। তবে ব্যর্থ হয়েছে গোলের দেখা পেতে। এদিকে মেসিদের বিপক্ষে আজ দুর্দান্ত খেলেছে শার্লটও।

মেসির ফেরার এ ম্যাচে ২ মিনিটের মাথায়ই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিয়ামি। বল জালেও পাঠিয়েছিল তারা, তবে গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে। এদিকে মিয়ামি লিড নিতে না পারলেও ম্যাচের ১৩ মিনিটের মাথায় ঠিকই এগিয়ে যায় শার্লট।

যদিও প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে ছিলেন মেসিরা। ৬১ ভাগ বল পজিশনে রেখে প্রতিপক্ষের ওপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসিরা। অন্যদিকে, আক্রমণ ও সুযোগ তৈরিতে মায়ামির সঙ্গে পাল্লা দিয়েছে শার্লটও। মায়ামিকে তারা লিগে দশম হারের তেতো স্বাদ দিয়েছে।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়েই লড়াই করেছে মিয়ামি। তবে গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের। এদিকে বিরতিতে থেকে ফেরার পরই মেসির নৈপুণ্যে গোলের দেখা পেয়েছিল মিয়ামি। দারুণ এক শটে আর্জেন্টাইন জাদুকর লক্ষ্যভেদ করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে।

এরপর ম্যাচের ৬২ মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন মেসি। ফ্রি কিকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন তিনি, তবে তা ফিরে আসে বারে লেগে। এরপর শেষ পর্যন্ত আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে।

মৌসুম শেষ হওয়ার মাধ্যমে মায়ামি অধ্যায় শেষ হয়ে গেল মেসি-জোসেফ মার্টিনেজ জুটির। কারণ মার্টিনেজ আর মায়ামিতে থাকছেন না। কোচ জেরার্দো মার্টিনো ম্যাচ শেষে খবরটি নিশ্চিত করেছেন। ফলে মেসির সঙ্গে আক্রমণভাগে নতুন কারও দেখা মিলতে পারে। দুইয়ে দুইয়ে মিলে গেলে ভক্তদের সামনে আবারও পুরনো জুটি দেখার সুযোগ আসতে পারে মেসি ও লুইস সুয়ারেজের।

এই হারে লিগে শেষ ৬ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন থাকল মায়ামি। যেখানে ২১ সেপ্টেম্বরের পর আর কোনো জয়ের দেখা পাননি মেসিরা। ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে মেসিদের অবস্থান ১৪ নম্বরে। সবমিলিয়ে লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছে তারা। ড্র করেছে ৭ ম্যাচে। আর বাকি ১৮ ম্যাচেই হেরেছে লিওনেল মেসির দল।