Dhaka মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে কবরে থাকা আমার ভাইয়ের জীবন ফেরত দিতে হবে, হাসপাতালে থাকা আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে।

তিনি বলেন, একই সংবিধানে একই ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার কি ছিল।

সম্মেলনের যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আর একটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনো, বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরে হবে ইনশাআল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে। আমরা যুবকরা দিল্লি থেকে মুক্তি দিয়েছি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী বিপ্লব ঘটিয়েছে আমাদের যুবকরা। সবাই এক কথায় রাজপথে এসেছিল, উদ্দেশ্য একটাই এই দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্তি দেওয়া।

তিনি বলেন, যুবকরা বারবার রক্ত দেয়, কিন্তু দেশ গঠনে প্রবীণরা বারবার যুবকদের প্রতারিত করে৷ যারা আমাদের বাচ্চা ছেলে মনে করে, তারা বলে বাচ্চাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। বাচ্চারা বুক পেতে শহীদ হয়ে আপনার জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে।

এনসিপির এ নেতা বলেন, যুবক-প্রবীণদের সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রস্তুত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের সময় : ০৮:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে কবরে থাকা আমার ভাইয়ের জীবন ফেরত দিতে হবে, হাসপাতালে থাকা আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে।

তিনি বলেন, একই সংবিধানে একই ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার কি ছিল।

সম্মেলনের যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আর একটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনো, বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরে হবে ইনশাআল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে। আমরা যুবকরা দিল্লি থেকে মুক্তি দিয়েছি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী বিপ্লব ঘটিয়েছে আমাদের যুবকরা। সবাই এক কথায় রাজপথে এসেছিল, উদ্দেশ্য একটাই এই দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্তি দেওয়া।

তিনি বলেন, যুবকরা বারবার রক্ত দেয়, কিন্তু দেশ গঠনে প্রবীণরা বারবার যুবকদের প্রতারিত করে৷ যারা আমাদের বাচ্চা ছেলে মনে করে, তারা বলে বাচ্চাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। বাচ্চারা বুক পেতে শহীদ হয়ে আপনার জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে।

এনসিপির এ নেতা বলেন, যুবক-প্রবীণদের সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রস্তুত।