ফেনী জেলা প্রতিনিধি :
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেফতার করা হয়েছে। তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ফেনীর দাউদপুর চৌধুরী বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে বাহারকে আটক করে নিয়ে যায়।
এদিকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশ-প্রশাসন ২০১৮ সালের মতো একটি নির্বাচনের দিবা স্বপ্ন দেখছে। পুলিশের কাছ থেকে এ ধরনের কিছু আশা করিনি। তারা দলের সক্রিয় ও শীর্ষ নেতাদের টার্গেট করে জেলে বন্দি করার মিশনে নেমেছে। তবে এসব করে ফেনী নয়, সারা দেশেও আন্দোলনের গতিপথ আটকানো যাবে না।
অন্যদিকে পঞ্চম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ফেনীতে বিএনপি নেতাকর্মীরা মশাল নিয়ে শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার রাতে শহরের এসএসকে রোড ও মহিপাল অংশের কয়েকটি সড়কে এই মিছিল করেন তারা।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, অবরোধের সমর্থনে কোনো দলের মিছিলের বিষয়ে আমাদের জানা নেই। গতকাল রাতে সব স্বাভাবিক ছিল।