Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নুর হোসেন (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মে) রাত ১০টার দিকে সদরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন আকবরের মোড় এলাকার নজরুল মোল্লার ছেলে। তিনি আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (১০ মে) শংকরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তারপরও বিরোধের রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নূরকে ছুরিকাঘাত করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নূরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে নূর মারা যান।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কলেজছাত্র খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

প্রকাশের সময় : ০৪:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নুর হোসেন (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মে) রাত ১০টার দিকে সদরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন আকবরের মোড় এলাকার নজরুল মোল্লার ছেলে। তিনি আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (১০ মে) শংকরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তারপরও বিরোধের রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নূরকে ছুরিকাঘাত করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নূরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে নূর মারা যান।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কলেজছাত্র খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।