Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবলকে বিদায় জানালেন ওজিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

রাগে-ক্ষোভে ২০১৮ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। এবার প্রফেশনাল ফুটবল থেকেও অবসর নিয়ে নিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। ৩৪ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখলেন আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই প্লেমেকার।

বুধবার (২২ মার্চ) এক টুইটবার্তায় ওজিল নিজেই ফুটবল থেকে অবসরের খবরটি জানালেন।

টুইটারে অবসরের ঘোষণা দিয়ে ওজিল বলেন, অনেক চিন্তা-ভাবনার পর পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।

ওজিল বলেন, প্রায় ১৭ বছর ধরে একজন পেশাদার ফুটবলার হিসেবে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ভুগছিলাম। এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।

১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে নানান ক্লাবের হয়ে খেলেছেন ওজিল। বিদায়বেলায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওজিল লেখেন, আমি শালকে, ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবাচ ও বাসাকসেহিরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাই যারা আমার কোচ ছিলেন, ধন্যবাদ আমার সতীর্থ ও বন্ধুদের প্রতিও।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগে তুরস্ক প্রেসিডেন্টের রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে তোলা ছবি নিয়ে সমালোচিত হয়েছিলেন। পরে ৩৪ বছর বয়সী বর্ণবাদী আচরণের অভিযোগ এনে ছেড়ে দেন আন্তর্জাতিক ফুটবল। গত তিন মৌসুম তার্কিশ সুপার লিগে খেলেছেন। গত বছর বাসাকশেহিরে যোগ দিয়ে চার ম্যাচ খেলে ফুটবলকে বিদায় বলেছেন তিনি।

জার্মানির বিশ্বকাপ জয়ী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব ফুটবলে ৫০০টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২৫৪টি খেলেছেন আর্সেনালে। খেলেছেন রিয়াল মাদ্রিদেও।

জার্মানির সোনালি প্রজন্মের প্রতিনিধি ছিলেন ওজিল। একটা সময় হয়ে দাঁড়ান দলের অন্যতম প্রভাবকও। জার্মানির হয়ে ২০০৯ সালের অভিষেক হয়েছিল ওজিলের। ২০১৪ সালের বিশ্বকাপও জিতেছেন ওজিল। অন্যদিকে, ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও চেলসি ছাড়াও আরও বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন ওজিল। ২০২২ সালে ফেনারবাচে ছেড়ে আরেক তুর্কি ক্লাব বাসাখসেহিরিতে যোগ দিয়েছিলেন ৩৪ বছর বয়সী জার্মান এই মিডফিল্ডার। তবে ইনজুরির কারণে খুব একটা পারফর্ম করতে পারছিলেন না। এবার ফুটবলকেই বিদায় বলে দিলেন।

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওজিল। জার্মানির হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করেন এই মিডফিল্ডার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

ফুটবলকে বিদায় জানালেন ওজিল

প্রকাশের সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক :

রাগে-ক্ষোভে ২০১৮ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। এবার প্রফেশনাল ফুটবল থেকেও অবসর নিয়ে নিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। ৩৪ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখলেন আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই প্লেমেকার।

বুধবার (২২ মার্চ) এক টুইটবার্তায় ওজিল নিজেই ফুটবল থেকে অবসরের খবরটি জানালেন।

টুইটারে অবসরের ঘোষণা দিয়ে ওজিল বলেন, অনেক চিন্তা-ভাবনার পর পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।

ওজিল বলেন, প্রায় ১৭ বছর ধরে একজন পেশাদার ফুটবলার হিসেবে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ভুগছিলাম। এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।

১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে নানান ক্লাবের হয়ে খেলেছেন ওজিল। বিদায়বেলায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওজিল লেখেন, আমি শালকে, ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবাচ ও বাসাকসেহিরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাই যারা আমার কোচ ছিলেন, ধন্যবাদ আমার সতীর্থ ও বন্ধুদের প্রতিও।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগে তুরস্ক প্রেসিডেন্টের রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে তোলা ছবি নিয়ে সমালোচিত হয়েছিলেন। পরে ৩৪ বছর বয়সী বর্ণবাদী আচরণের অভিযোগ এনে ছেড়ে দেন আন্তর্জাতিক ফুটবল। গত তিন মৌসুম তার্কিশ সুপার লিগে খেলেছেন। গত বছর বাসাকশেহিরে যোগ দিয়ে চার ম্যাচ খেলে ফুটবলকে বিদায় বলেছেন তিনি।

জার্মানির বিশ্বকাপ জয়ী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব ফুটবলে ৫০০টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২৫৪টি খেলেছেন আর্সেনালে। খেলেছেন রিয়াল মাদ্রিদেও।

জার্মানির সোনালি প্রজন্মের প্রতিনিধি ছিলেন ওজিল। একটা সময় হয়ে দাঁড়ান দলের অন্যতম প্রভাবকও। জার্মানির হয়ে ২০০৯ সালের অভিষেক হয়েছিল ওজিলের। ২০১৪ সালের বিশ্বকাপও জিতেছেন ওজিল। অন্যদিকে, ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও চেলসি ছাড়াও আরও বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন ওজিল। ২০২২ সালে ফেনারবাচে ছেড়ে আরেক তুর্কি ক্লাব বাসাখসেহিরিতে যোগ দিয়েছিলেন ৩৪ বছর বয়সী জার্মান এই মিডফিল্ডার। তবে ইনজুরির কারণে খুব একটা পারফর্ম করতে পারছিলেন না। এবার ফুটবলকেই বিদায় বলে দিলেন।

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওজিল। জার্মানির হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করেন এই মিডফিল্ডার।