Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি ফুটবল তারকা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে প্রাণ গেল ইসরাইলের তারকা ফুটবলার লিয়র আসুলিনের। শনিবার (৭ অক্টোবর) নিজের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন আসুলিন। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসুলিন।

সেই সময় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের চালানো অতর্কিত হামলায় নিহত হন তিনি। অররুদ্ধ গাজা উপত্যকার কাছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস বাহিনী ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালাতে থাকে। তিনি তখন সেই অনুষ্ঠানে ছিলেন। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসুলিন।

তার ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, দআমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস অস্ত্রধারীরা তাকে হত্যা করেছে।দ ইসরায়েলের সূত্র জানাচ্ছে, শনিবার রাতে এক হাজারের মতো হামাস অস্ত্রধারী ইসরায়েলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকশ মানুষকে হত্যা করে। অনেক মানুষকে তারা অপহরণ করে নিয়ে গেছে।

লিয়র আসুলিনের ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস অস্ত্রধারীরা তাকে হত্যা করেছে।

২০০৪ সালে ইতিহাস তৈরি করেন আসুলিন। তার দল সাখনিন এফসি ইসরায়েলের অন্যতম টুর্নামেন্টে বিজয়ী হয়। ফাইনালে তিনি দুইটি গোল করেন। খেলা শেষের বাঁশি বাজার পর তিনি ইসরায়েলের পতাকা নিয়ে জয় উৎসব উদযাপন করেছিলেন। আর তার সহ-ফুটবলাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয়োৎসব করেছিলেন। এরপর আসুলিন ইউরোপের ক্লাবগুলো থেকে অফার পান। ফ্রান্সের দুইটি ক্লাব তাকে তাদের দলে খেলার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তিনি যাননি। তিনি ইসরায়েলে থেকে যান এবং একের পর এক ক্লাব বদল করেছেন।

২০১৭ সালে তিনি অবসর নেন। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে মাদক পাচারের অভিযোগে তার কারাদণ্ড হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি মুক্তি পান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডাকসু নির্বাচনে জয়ী প্রথম দম্পতি রায়হান-সালমা

ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি ফুটবল তারকা নিহত

প্রকাশের সময় : ১১:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে প্রাণ গেল ইসরাইলের তারকা ফুটবলার লিয়র আসুলিনের। শনিবার (৭ অক্টোবর) নিজের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন আসুলিন। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসুলিন।

সেই সময় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের চালানো অতর্কিত হামলায় নিহত হন তিনি। অররুদ্ধ গাজা উপত্যকার কাছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস বাহিনী ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালাতে থাকে। তিনি তখন সেই অনুষ্ঠানে ছিলেন। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসুলিন।

তার ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, দআমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস অস্ত্রধারীরা তাকে হত্যা করেছে।দ ইসরায়েলের সূত্র জানাচ্ছে, শনিবার রাতে এক হাজারের মতো হামাস অস্ত্রধারী ইসরায়েলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকশ মানুষকে হত্যা করে। অনেক মানুষকে তারা অপহরণ করে নিয়ে গেছে।

লিয়র আসুলিনের ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস অস্ত্রধারীরা তাকে হত্যা করেছে।

২০০৪ সালে ইতিহাস তৈরি করেন আসুলিন। তার দল সাখনিন এফসি ইসরায়েলের অন্যতম টুর্নামেন্টে বিজয়ী হয়। ফাইনালে তিনি দুইটি গোল করেন। খেলা শেষের বাঁশি বাজার পর তিনি ইসরায়েলের পতাকা নিয়ে জয় উৎসব উদযাপন করেছিলেন। আর তার সহ-ফুটবলাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয়োৎসব করেছিলেন। এরপর আসুলিন ইউরোপের ক্লাবগুলো থেকে অফার পান। ফ্রান্সের দুইটি ক্লাব তাকে তাদের দলে খেলার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তিনি যাননি। তিনি ইসরায়েলে থেকে যান এবং একের পর এক ক্লাব বদল করেছেন।

২০১৭ সালে তিনি অবসর নেন। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে মাদক পাচারের অভিযোগে তার কারাদণ্ড হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি মুক্তি পান।