Dhaka শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিনালিসিমায় মেসি-ইয়ামাল মুখোমুখি হবেন কবে, কোথায়?

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অবশেষে চূড়ান্ত হলো ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ফিনালিস্সিমার সময় ও ভেন্যু। ফিফার ঘোষণায় জানা গেছে, ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

প্রথমে ম্যাচটি ২৮ মার্চ নির্ধারিত থাকলেও পরে একদিন এগিয়ে আনা হয়। এবার মাঠের এই লড়াইয়ে দেখা যাবে দুই মহাদেশের সেরা দল ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।

এ ম্যাচের মধ্য দিয়ে ফুটবল ভক্তরা পেতে যাচ্ছেন এক বিশেষ মুহূর্ত, তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল প্রথমবারের মতো মুখোমুখি হবেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির।

আয়োজকরা জানিয়েছেন, ফিফার এই গ্র্যান্ড ফাইনালকে ঘিরে থাকবে জাঁকজমকপূর্ণ আয়োজন। দলগুলোর অনুশীলন, সংবাদ সম্মেলনসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত থাকবে আয়োজক কমিটি।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, একই আন্তর্জাতিক উইন্ডোতে স্পেন তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রস্তুতিও নেবে। ফিনালিস্সিমায় স্পেন মাঠে নামবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা খেলবে তাদের কালো অ্যাওয়ে কিটে।

আবহাওয়া

ফিনালিসিমায় মেসি-ইয়ামাল মুখোমুখি হবেন কবে, কোথায়?

প্রকাশের সময় : ০২:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

অবশেষে চূড়ান্ত হলো ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ফিনালিস্সিমার সময় ও ভেন্যু। ফিফার ঘোষণায় জানা গেছে, ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

প্রথমে ম্যাচটি ২৮ মার্চ নির্ধারিত থাকলেও পরে একদিন এগিয়ে আনা হয়। এবার মাঠের এই লড়াইয়ে দেখা যাবে দুই মহাদেশের সেরা দল ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।

এ ম্যাচের মধ্য দিয়ে ফুটবল ভক্তরা পেতে যাচ্ছেন এক বিশেষ মুহূর্ত, তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল প্রথমবারের মতো মুখোমুখি হবেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির।

আয়োজকরা জানিয়েছেন, ফিফার এই গ্র্যান্ড ফাইনালকে ঘিরে থাকবে জাঁকজমকপূর্ণ আয়োজন। দলগুলোর অনুশীলন, সংবাদ সম্মেলনসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত থাকবে আয়োজক কমিটি।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, একই আন্তর্জাতিক উইন্ডোতে স্পেন তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রস্তুতিও নেবে। ফিনালিস্সিমায় স্পেন মাঠে নামবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা খেলবে তাদের কালো অ্যাওয়ে কিটে।