Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক : 

সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তার প্রয়াণে আসনটি শূন্য হয়ে যায়। এরপর অভিনেতা সিদ্দিকুর রহমান আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামসহ কয়েকজন রাজনৈতিক নেতাও আছেন প্রার্থীতার দৌড়ে।

এবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার (৫ জুন) মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ঢাকা মেইলকে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি সেটা এখনই বলতে চাই না। আজ দুপুরের পর মনোনয়নপত্র আনতে যাব।

তিনি বলেন, অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। নির্বাচনের বগুগা-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি। তবে বগুড়া-৬ আসনে হেরে জামানত বাজেয়াপ্ত হয় তার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

প্রকাশের সময় : ১১:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তার প্রয়াণে আসনটি শূন্য হয়ে যায়। এরপর অভিনেতা সিদ্দিকুর রহমান আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামসহ কয়েকজন রাজনৈতিক নেতাও আছেন প্রার্থীতার দৌড়ে।

এবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার (৫ জুন) মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ঢাকা মেইলকে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি সেটা এখনই বলতে চাই না। আজ দুপুরের পর মনোনয়নপত্র আনতে যাব।

তিনি বলেন, অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। নির্বাচনের বগুগা-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি। তবে বগুড়া-৬ আসনে হেরে জামানত বাজেয়াপ্ত হয় তার।