বিনোদন ডেস্ক :
প্রায় ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমা, নাটক, ধারাবাহিকসহ অনেক নন্দিত কাজ দর্শককে উপহার দিয়েছেন তিনি। এবার তিনি অভিনয় করছেন নিজ পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’- বা ‘অটোবায়োগ্রাফি’ সিনেমায়। আছেন নুসরাত ইমরোজ তিশাও। শুধু তাই নয়, একসঙ্গে অভিনয় করার পাশাপাশি চিত্রনাট্যে লেখার কাজটিও করেছেন দুইজন মিলে। তিশার জন্য চিত্রনাট্য লেখার কাজটা প্রথমবারের মতো হলে কাজটি সে বেশ আনন্দ নিয়েই করেছেন বলে জানিয়েছিলেন ফারুকী।
বলাই যায়, সব কিছু মিলিয়ে ‘অটোবায়োগ্রাফি’ হতে যাচ্ছে ফারুকী ও তিশা দম্পতির জন্য বিশেষ একটি কাজ। এর পেছনে রয়েছে আরেকটি বড় কারণ। বুধবার (০৮ নভেম্বর) জানা গেল সেই কারণটি। সেটি হচ্ছে প্রথমবারের মতো সিনেমাটিতে দেখা মিলবে এই তারকা দম্পতির একমাত্র কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে।
এবার সেই খুদে শিল্পীকেই পাওয়া গেলো ছবির একটি গানে। যেটার শিরোনাম ‘জোছনার ফুল’। বুধবার (৮ নভেম্বর) গানটি প্রকাশ হয়েছে অন্তর্জালে। এই গানটিকে বলা হচ্ছে সন্তানের প্রতি মায়ের চিঠি। পর্দায় যেটাকে উপস্থাপন করেছেন তিশা ও ইলহাম।
গানটি নিয়ে তিশার মন্তব্য এরকম, এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেওয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যার জন্যই তার মায়ের চিঠি।
অন্যদিকে গানটি শুনে এবং স্ত্রী-কন্যাকে পর্দায় দেখে আপ্লুত নির্মাতা ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এ গান শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।’
‘মেঘ থেকে কালি নিয়ে লিখছি তোকে/ প্রশ্নের পাহাড়ে দাঁড়িয়ে থেকে/ অকারণ দাপটে উত্তর চুপ/ কত চাপা হাহাকার কত বিদ্রূপ/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন ও গেয়েছেন ‘চিরকুট’ ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি। যৌথভাবে সুর করেছেন সুমি ও পাভেল আরিন। সংগীতায়োজনে পাভেল আরিন।
উল্লেখ্য, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নির্মিত হয়েছে চরকির বিশেষ আয়োজন ‘মিনিস্ট্রি অব লাভ’র অংশ হিসেবে। এতে ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি সিনেমা বানাচ্ছেন। পুরো প্রজেক্টের তত্ত্বাবধানে রয়েছেন ফারুকী। আর তিনি নিজেও দুটি সিনেমা বানিয়েছেন। একটি এই ‘অটোবায়োগ্রাফি’, অন্যটির নাম ‘মনোগামী’।