Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনালে অ্যাডিলেইডের কাছে হারল বাংলাদেশ এইচপি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ২০৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আসর জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশ এইচপির বোলাররা। তবে ফাইনালে এসে খেই হারালেন তারা। নিজেদের সেরাটা দিতে পারেননি আবু হায়দার রনি-রিপন মন্ডলরা। তাতে বড় সংগ্রহ গড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স। বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় ৩২ রানে হেরেছে এইচপি।

রোববার (১৮ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ১৩৭ রানে অলআউট হয় এইচপি।

১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৩২ রান। পঞ্চম ওভারে ওয়াকলির শিকার হয়েছেন জিসান (১৮)। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ফেরেন দ্রুত। ৩ রানে আউট হয়েছেন পেসার নোয়াহ ম্যাকফায়ডেনের বলে।

চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন তামিম। তবে সেটি হতে দেননি অ্যাডিলেড পেসার বাকিংহাম। ৩৫ রানে তামিমকে ফিরিয়ে ভাঙেন ২৬ রানের জুটি। তারপর ধসে পড়ে ব্যাটিং অর্ডার। ১০ রানের মধ্যে এইচপি হারায় ৪ উইকেট। দ্রুত উইকেট হারানোয় কমে যায় রানের গতি।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২১ ও রাকিবুল হাসান ১২ রান করলেও সেটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। অ্যাডিলেডের বোলারদের মধ্যে ওয়াকলি, ম্যাকফায়ডেন, স্কট, বাকিংহাম ও লয়েড পোপ ২টি করে উইকেট নিয়েছেন।

ফাইনালে টস জিতে অ্যাডিলেডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। দ্বিতীয় ওভারেই রানআউটের ফাঁদে বিধ্বংসী ওপেনার জ্যাক উইন্টারকে (৪) ফেরায় তারা। দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে বড় স্কোরের ভিত গড়ে দেন হ্যারি মাথিয়াস ও টম ও’কনেল। ১০ম ওভারে মাথিয়াসকে (১৯) বোল্ড করে এইচপিকে ব্রেক-থ্র এনে দেন রাব্বি। ভাঙে ৫৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।

কনেল তুলে নেন দারুণ এক ফিফটি। ৩৩ বলে ২টি ছক্কা ও ৫টি চারে ৫৩ রান আসে তাঁর ব্যাট থেকে। অধিনায়ক স্কট ১৮ বলে ২টি করে ছক্কা ও চারে করেছেন ৩০ রান। শেষ দিকে কিং ১৯ বলে ৩৫ ও স্যাম রাহালি ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। অ্যাডিলেড পায় ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর।

বোলিংয়ে রিপন মন্ডল ৩৭ রানে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। ১টি করে উইকেট পেয়েছেন রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী ও আফিফ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

ফাইনালে অ্যাডিলেইডের কাছে হারল বাংলাদেশ এইচপি

প্রকাশের সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আসর জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশ এইচপির বোলাররা। তবে ফাইনালে এসে খেই হারালেন তারা। নিজেদের সেরাটা দিতে পারেননি আবু হায়দার রনি-রিপন মন্ডলরা। তাতে বড় সংগ্রহ গড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স। বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় ৩২ রানে হেরেছে এইচপি।

রোববার (১৮ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ১৩৭ রানে অলআউট হয় এইচপি।

১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৩২ রান। পঞ্চম ওভারে ওয়াকলির শিকার হয়েছেন জিসান (১৮)। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ফেরেন দ্রুত। ৩ রানে আউট হয়েছেন পেসার নোয়াহ ম্যাকফায়ডেনের বলে।

চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন তামিম। তবে সেটি হতে দেননি অ্যাডিলেড পেসার বাকিংহাম। ৩৫ রানে তামিমকে ফিরিয়ে ভাঙেন ২৬ রানের জুটি। তারপর ধসে পড়ে ব্যাটিং অর্ডার। ১০ রানের মধ্যে এইচপি হারায় ৪ উইকেট। দ্রুত উইকেট হারানোয় কমে যায় রানের গতি।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২১ ও রাকিবুল হাসান ১২ রান করলেও সেটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। অ্যাডিলেডের বোলারদের মধ্যে ওয়াকলি, ম্যাকফায়ডেন, স্কট, বাকিংহাম ও লয়েড পোপ ২টি করে উইকেট নিয়েছেন।

ফাইনালে টস জিতে অ্যাডিলেডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। দ্বিতীয় ওভারেই রানআউটের ফাঁদে বিধ্বংসী ওপেনার জ্যাক উইন্টারকে (৪) ফেরায় তারা। দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে বড় স্কোরের ভিত গড়ে দেন হ্যারি মাথিয়াস ও টম ও’কনেল। ১০ম ওভারে মাথিয়াসকে (১৯) বোল্ড করে এইচপিকে ব্রেক-থ্র এনে দেন রাব্বি। ভাঙে ৫৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।

কনেল তুলে নেন দারুণ এক ফিফটি। ৩৩ বলে ২টি ছক্কা ও ৫টি চারে ৫৩ রান আসে তাঁর ব্যাট থেকে। অধিনায়ক স্কট ১৮ বলে ২টি করে ছক্কা ও চারে করেছেন ৩০ রান। শেষ দিকে কিং ১৯ বলে ৩৫ ও স্যাম রাহালি ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। অ্যাডিলেড পায় ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর।

বোলিংয়ে রিপন মন্ডল ৩৭ রানে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। ১টি করে উইকেট পেয়েছেন রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী ও আফিফ।