Dhaka বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ২০ মেট্রিক টন সরকারি চাল পাচারকালে আটক ২

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরে অবৈধভাবে সরকারি চাল পাচারকালে ২০ মেট্রিক চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকচালক ও তার সহযোগীকে (হেলপার) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে জেলা সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালভর্তি ট্রাক জব্দসহ তাদের আটক করা হয়।

আটক ট্রাকচালকের নাম শেখ জাফর। তিনি একই জেলা সদরের বাখুণ্ডা এলাকার শেখ জালালের ছেলে। আর আটক হেলপারের নাম সুমন চোকদার। তিনি জেলা সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে বলে জানা গেছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকযোগে সরকারি চাল পাচারকালে ওই দুজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকচালসহ আটক হওয়া দুজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।

ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গোদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল একসঙ্গে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে, এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখব।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে : তারেক রহমান

ফরিদপুরে ২০ মেট্রিক টন সরকারি চাল পাচারকালে আটক ২

প্রকাশের সময় : ১০:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরে অবৈধভাবে সরকারি চাল পাচারকালে ২০ মেট্রিক চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকচালক ও তার সহযোগীকে (হেলপার) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে জেলা সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালভর্তি ট্রাক জব্দসহ তাদের আটক করা হয়।

আটক ট্রাকচালকের নাম শেখ জাফর। তিনি একই জেলা সদরের বাখুণ্ডা এলাকার শেখ জালালের ছেলে। আর আটক হেলপারের নাম সুমন চোকদার। তিনি জেলা সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে বলে জানা গেছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকযোগে সরকারি চাল পাচারকালে ওই দুজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকচালসহ আটক হওয়া দুজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।

ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গোদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল একসঙ্গে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে, এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখব।