ফরিদপুরে ২০১৯-২০২০ অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার সকালে অম্বিকা হলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল কর্মসূচির আওতায় ভোগীদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক মাশউদা হোসেন এর সভাপতিত্বে হেলথ ক্যাম্প উদ্ধোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু, সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, পরিবার পরিকল্পনা উপপরিচালক নিরজ্ঞন বন্ধু দাম।
এসময় প্রধান অতিথি ঔষধ সামগ্রী তুলে দেন মায়েদের হাতে।