Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বিনা টিকেটে যাত্রীদের ভাড়া যাচ্ছে টিটির পকেটে

নিজস্ব প্রতিবেদক : 

ফরিদপুরে বিনা টিকিটে রেলে ওঠা যাত্রীদের থেকে টাকা আদায়ের পর দেওয়া হচ্ছে না কোনো রশিদ। ফলে ওই টাকা টিটিই’র (ট্রেন টিকিটি এক্সামিনার) পকেটে যাচ্ছে।

রাজবাড়ী-ফরিদপুর রুটে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের থেকে এভাবে টাকা আদায় করতে দেখে অভিযোগ করেন নগরকান্দার চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তালমার নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে সকাল ৮টা ৪০ মিনিটের ট্রেনে উঠি। তালমা স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করি। ট্রেন ছাড়ার পর চেক করার সময় টিটিই দেখেন অনেক যাত্রীরই টিকিট নেই। টিটিই তাদের কাছ থেকে ভাড়ার টাকা আদায় করেন। কিন্তু তাদের কোন টিকিট বা রশিদ দেননি তিনি!

এ শিক্ষক প্রশ্ন রাখেন, এই টাকা কি আদৌ জমা হবে সরকারি কোষাগারে? কীভাবে দেবে! রশিদই তো কাটা হয়নি টাকার বিপরীতে! অথচ টাকা দেওয়া যাত্রীরাও কিছু বললেন না।

এ ব্যাপারে তালমা রেল স্টেশনের টিকেট মাস্টার বলেন, টিটিইর কাছে বিপিডি বই থাকে। ওই বইতে তিনি ৯০ টাকার নিচে টিকিট লিখতে পারেন না। তবে অনেক সময় ভাড়ার টাকা কম হলে চার-পাঁচজনের টাকা এক টিকিটে লিখতে পারেন।

তিনি আরও বলেন, ট্রেনের মধ্যে টিকিট নিয়ে যারা উঠেছে তাদের দায়িত্ব আমার, আর টিকিট ছাড়া যারা উঠেছে তার দায়ভার টিটিই’র।

খোঁজ নিয়ে জানা গেছে, বিনা টিকিটে ট্রেনে চড়লে জরিমানাসহ রেলের ভাড়া বেশি দিতে হয় বলে বিনা টিকিটের যাত্রীরা টিটিইর কাছে ধরা পড়ে শুধু ভাড়ার টাকা দিয়েই পার পেতে চান। তারা জরিমানা দিতে চান না। এজন্য রশিদ নেওয়াই বরং তাদের জন্য বিপদের কারণ। আর অসাধু টিটিইরা যাত্রীদের এই টাকা রেলে জমা না দিয়ে পকেটস্থ করার সুযোগ পেয়ে যান।

ফরিদপুর রেল স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, টিটিই যদি যাত্রীদের কাছ থেকে কোনো টাকা আদায় করেন তাহলে অবশ্যই রশিদ বা ডকুমেন্ট দেবেন। আর যদি তা না দেন তাহলে যাত্রীদের অভিযোগ পেলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ফরিদপুরে বিনা টিকেটে যাত্রীদের ভাড়া যাচ্ছে টিটির পকেটে

প্রকাশের সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ফরিদপুরে বিনা টিকিটে রেলে ওঠা যাত্রীদের থেকে টাকা আদায়ের পর দেওয়া হচ্ছে না কোনো রশিদ। ফলে ওই টাকা টিটিই’র (ট্রেন টিকিটি এক্সামিনার) পকেটে যাচ্ছে।

রাজবাড়ী-ফরিদপুর রুটে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের থেকে এভাবে টাকা আদায় করতে দেখে অভিযোগ করেন নগরকান্দার চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তালমার নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে সকাল ৮টা ৪০ মিনিটের ট্রেনে উঠি। তালমা স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করি। ট্রেন ছাড়ার পর চেক করার সময় টিটিই দেখেন অনেক যাত্রীরই টিকিট নেই। টিটিই তাদের কাছ থেকে ভাড়ার টাকা আদায় করেন। কিন্তু তাদের কোন টিকিট বা রশিদ দেননি তিনি!

এ শিক্ষক প্রশ্ন রাখেন, এই টাকা কি আদৌ জমা হবে সরকারি কোষাগারে? কীভাবে দেবে! রশিদই তো কাটা হয়নি টাকার বিপরীতে! অথচ টাকা দেওয়া যাত্রীরাও কিছু বললেন না।

এ ব্যাপারে তালমা রেল স্টেশনের টিকেট মাস্টার বলেন, টিটিইর কাছে বিপিডি বই থাকে। ওই বইতে তিনি ৯০ টাকার নিচে টিকিট লিখতে পারেন না। তবে অনেক সময় ভাড়ার টাকা কম হলে চার-পাঁচজনের টাকা এক টিকিটে লিখতে পারেন।

তিনি আরও বলেন, ট্রেনের মধ্যে টিকিট নিয়ে যারা উঠেছে তাদের দায়িত্ব আমার, আর টিকিট ছাড়া যারা উঠেছে তার দায়ভার টিটিই’র।

খোঁজ নিয়ে জানা গেছে, বিনা টিকিটে ট্রেনে চড়লে জরিমানাসহ রেলের ভাড়া বেশি দিতে হয় বলে বিনা টিকিটের যাত্রীরা টিটিইর কাছে ধরা পড়ে শুধু ভাড়ার টাকা দিয়েই পার পেতে চান। তারা জরিমানা দিতে চান না। এজন্য রশিদ নেওয়াই বরং তাদের জন্য বিপদের কারণ। আর অসাধু টিটিইরা যাত্রীদের এই টাকা রেলে জমা না দিয়ে পকেটস্থ করার সুযোগ পেয়ে যান।

ফরিদপুর রেল স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, টিটিই যদি যাত্রীদের কাছ থেকে কোনো টাকা আদায় করেন তাহলে অবশ্যই রশিদ বা ডকুমেন্ট দেবেন। আর যদি তা না দেন তাহলে যাত্রীদের অভিযোগ পেলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়।