Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭১) ও তার ছেলে মনির সর্দার (৪১), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৪)।

তারা হলেন- ভাঙ্গার চৌকিঘাটা এলাকার গিয়াস উদ্দিন মুন্সী (৫৫), পুখরিয়া এলাকার খোকন মিয়া (৩০), গোয়ালপাড়া এলাকার জামাল মোল্লা (৪৫) এবং শিলাদর চর গ্রামের শহীদ মোল্লা (৩৫)। তারা সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা মিজান পরিবহন নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাহেন্দ্রটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে পাঁচ জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, মঙ্গলবার সকালের দিকে উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্রাটি দুমড়েমুচড়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান বলেন, নিহতদের সবার পরিচয় পাওয়া গেছে। নিহতরা সবাই গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার টেকেহাটে হাট বসে, তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। ঘাতক বাসটিকে আটকের জন্য কাজ করছে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

প্রকাশের সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭১) ও তার ছেলে মনির সর্দার (৪১), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৪)।

তারা হলেন- ভাঙ্গার চৌকিঘাটা এলাকার গিয়াস উদ্দিন মুন্সী (৫৫), পুখরিয়া এলাকার খোকন মিয়া (৩০), গোয়ালপাড়া এলাকার জামাল মোল্লা (৪৫) এবং শিলাদর চর গ্রামের শহীদ মোল্লা (৩৫)। তারা সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা মিজান পরিবহন নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাহেন্দ্রটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে পাঁচ জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, মঙ্গলবার সকালের দিকে উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্রাটি দুমড়েমুচড়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান বলেন, নিহতদের সবার পরিচয় পাওয়া গেছে। নিহতরা সবাই গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার টেকেহাটে হাট বসে, তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। ঘাতক বাসটিকে আটকের জন্য কাজ করছে পুলিশ।