ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৪ নং আকটেরচর মৌজার ব্যাক্তিমালিকানাধীন রেকর্ডীয় ফসলী জমির উপর দিয়ে খাল খনন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বক্তারা জানায়, পাশের পদ্মানদীর অবস্থান হওয়ায় এই জমির উপর দিয়ে খাল খনন করলে পদ্মার পানি কয়েকগুন গতিতে প্রবেশ করে ভাঙ্গনের মাত্রা বেড়ে যাবে, এতে হুমকীর মুখে পড়বে শত শত বাড়ীঘর, বাজার, মসজিদ, মাদ্রাসাসহ বহু স্থাপনা। #