Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে দীপক কাপাসিয়া (৪৫) ও ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া নিহত হন। সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে বিকেলে নগরকান্দা কলেজের সামনে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খালিদ মাতবর নামে এক কিশোরের মৃত্যু হয়। সে ওই উপজেলার বালিয়া গ্রামের বেলায়েত মাতবরের ছেলে। নিহত খালিদ নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশের সময় : ০৯:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে দীপক কাপাসিয়া (৪৫) ও ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া নিহত হন। সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে বিকেলে নগরকান্দা কলেজের সামনে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খালিদ মাতবর নামে এক কিশোরের মৃত্যু হয়। সে ওই উপজেলার বালিয়া গ্রামের বেলায়েত মাতবরের ছেলে। নিহত খালিদ নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।