Dhaka বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ধানের শীষের সমর্থক ছাড়া আর কাউকে তো দেখি না : আমীর খসরু

রাজবাড়ী জেলা প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেন গণতন্ত্রের গলা টিপে ধরতে হবে। কেন বাকস্বাধীনতা কেড়ে নিতে হবে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ফরিদপুরবাসী জেগে উঠেছে। অনেকেই বলে ফরিদপুরে ধানের শীষ নেই। কিন্তু আমি বলি ফরিদপুরে ধানের শীষের সমর্থক ছাড়া আর কাউকে তো দেখি না। ফরিদপুরে ধানের শীষের জয়জয়কার হবে। আজকে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে এখানে নৌকা খুঁজে পাওয়া যাবে না। তাই এই সরকারকে পতন করার এখনই সময়। আমাদের সবাইকে রাস্তায় থাকতে হবে। তারেক রহমান বলেছেন ফয়সালা রাস্তায় হবে। রাস্তায় আজ লাখ লাখ জনতা নেমেছে, ফয়সালা করে আমরা বাড়ি ফিরব।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় গোয়ালন্দ মোড়ে বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীদের নামে হামলা, মামলা হয়েছে। হাজার হাজার মানুষকে গুম ও খুন করা হয়েছে। লাখ লাখ মানুষকে জেলে পাঠানো হয়ে। প্রায় ৪০ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মানুষের গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতি আজ ক্লান্তিলগ্নে, হাজার হাজার মানুষকে গুম ও খুন করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। একটি ফ্যাসিস্ট সরকার জনগণের কাঁধে চেপে বসেছে।
তিনি বলেন, একটি অবৈধ সরকার ক্ষমতা টেকানোর জন্যে একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে। তাদের ভয়, বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান, তবে তাদের ক্ষমতাচ্যুত হতে হবে, তবে তারেক রহমান দেশে চলে আসবেন।

আমীর খসরু বলেন, রোডমার্চ থেকে ফয়সালা আনতে হবে। সুষ্ঠু নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যারা অবৈধ, তারা একটি চোর গোষ্ঠী তৈরি করবে, এরা জনগণের টাকা লুট করে পাচার করবে, দুর্নীতি-ডাকাতি করবে। সেটিই তৈরি করেছে বর্তমান সরকার। এদের সরকার বলা যায় না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় ফরিদপুরে নৌকার কোনো ভবিষ্যৎ নেই। রোডমার্চ থেকে ফয়সালা আনতে হবে। সুষ্ঠু নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, এই সরকার আজকে দেশের ওপর চেপে বসেছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য অবৈধ কাজ করে যাচ্ছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। অবৈধভাবে এই সরকার ক্ষমতায় থাকতে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এই সরকার জণগণ বিচ্ছিন্ন। এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য র‌্যাবের ওপর স্যাংশন জারি করা হয়েছে।

সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহজাদা মিয়া, রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ হারুন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুরে ধানের শীষের সমর্থক ছাড়া আর কাউকে তো দেখি না : আমীর খসরু

প্রকাশের সময় : ০৩:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

রাজবাড়ী জেলা প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেন গণতন্ত্রের গলা টিপে ধরতে হবে। কেন বাকস্বাধীনতা কেড়ে নিতে হবে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ফরিদপুরবাসী জেগে উঠেছে। অনেকেই বলে ফরিদপুরে ধানের শীষ নেই। কিন্তু আমি বলি ফরিদপুরে ধানের শীষের সমর্থক ছাড়া আর কাউকে তো দেখি না। ফরিদপুরে ধানের শীষের জয়জয়কার হবে। আজকে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে এখানে নৌকা খুঁজে পাওয়া যাবে না। তাই এই সরকারকে পতন করার এখনই সময়। আমাদের সবাইকে রাস্তায় থাকতে হবে। তারেক রহমান বলেছেন ফয়সালা রাস্তায় হবে। রাস্তায় আজ লাখ লাখ জনতা নেমেছে, ফয়সালা করে আমরা বাড়ি ফিরব।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় গোয়ালন্দ মোড়ে বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীদের নামে হামলা, মামলা হয়েছে। হাজার হাজার মানুষকে গুম ও খুন করা হয়েছে। লাখ লাখ মানুষকে জেলে পাঠানো হয়ে। প্রায় ৪০ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মানুষের গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতি আজ ক্লান্তিলগ্নে, হাজার হাজার মানুষকে গুম ও খুন করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। একটি ফ্যাসিস্ট সরকার জনগণের কাঁধে চেপে বসেছে।
তিনি বলেন, একটি অবৈধ সরকার ক্ষমতা টেকানোর জন্যে একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে। তাদের ভয়, বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান, তবে তাদের ক্ষমতাচ্যুত হতে হবে, তবে তারেক রহমান দেশে চলে আসবেন।

আমীর খসরু বলেন, রোডমার্চ থেকে ফয়সালা আনতে হবে। সুষ্ঠু নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যারা অবৈধ, তারা একটি চোর গোষ্ঠী তৈরি করবে, এরা জনগণের টাকা লুট করে পাচার করবে, দুর্নীতি-ডাকাতি করবে। সেটিই তৈরি করেছে বর্তমান সরকার। এদের সরকার বলা যায় না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় ফরিদপুরে নৌকার কোনো ভবিষ্যৎ নেই। রোডমার্চ থেকে ফয়সালা আনতে হবে। সুষ্ঠু নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, এই সরকার আজকে দেশের ওপর চেপে বসেছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য অবৈধ কাজ করে যাচ্ছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। অবৈধভাবে এই সরকার ক্ষমতায় থাকতে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এই সরকার জণগণ বিচ্ছিন্ন। এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য র‌্যাবের ওপর স্যাংশন জারি করা হয়েছে।

সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহজাদা মিয়া, রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ হারুন।