ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় গ্রুপে যোগদানকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে। এতে একজন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার (০৪ মে) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকায় এ সংঘর্ষ ঘটে। নিহতের নাম কুদ্দুস মোল্লা (৫০), মকরম পট্টি গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে তিনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বজলু মুন্সি গ্রুপের মিরাজ মেম্বার দবির মাতুব্বর গ্রুপে যোগদান করেন। এ যোগদানের খুশিতে দবির মাতুব্বর গ্রুপের লোকজন পিকনিকের আয়োজন করে। এ ঘটনাকে
কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ বলেন, স্থানীয় গ্রুপে যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত একটানা এ সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা ঘটনাস্থলে নিহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গ্রুপে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুর জেলা প্রতিনিধি 























