বিনোদন ডেস্ক :
বেশ আমুদে সাইফ কন্যা সারা আলি খান। বিশেষত পাপারাজ্জি কিংবা ফটোসাংবাদিকদের সঙ্গে তাঁর সখ্য বেশ। ফটোশিকারিদের সামনে হাসিমুখে পোজও দেন। দুই হাত জোড় করে বলেন, ‘নমস্তে’। কিন্তু আচমকাই মন্দিরের বাইরের রাস্তায় পাপারাজ্জি দেখে নবাবি মেজাজে ফিরলেন তিনি। হলেন বিরক্ত। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা। বাবা ও মায়ের দুই ধর্মই পালন করেন তিনি। মন্দিরে গিয়ে পূজা দেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি মন্দিরের বাইরে সারাকে দেখা যায়। সেখানকার দুস্থ মানুষদের খাবার বিলি করছিলেন তিনি। আর সেই দৃশ্য ফ্রেমবন্দি করছিলেন পাপারাজ্জিরা। তা দেখেই মেজাজ হারান সারা।
ফটোশিকারিদের উদ্দেশে সারা বলেন, প্লিজ বন্ধ করুন। আমি আপনাদের অনুরোধ করে করে হাঁপিয়ে গিয়েছি। আপনারা দয়া করে এটা করবেন না। প্লিজ!
তবে সারার অনুরোধের তোয়াক্কা করেননি ফটোশিকারিরা। শুধু সারা নন, বলিউডে বার বার তারকাদের ব্যক্তিগত জীবনে ঢুকে গেছেন ফটোশিকারিরা। সর্বক্ষণ ক্যামেরার নজরদারির সামনে থাকতে থাকতে খানিক হাঁপিয়ে ওঠেন তারাও। সম্ভবত সেই কারণেই মেজাজ হারান সারা।