Dhaka শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্লে-অফে মেসির জোড়া গোলে, জয় দিয়ে শুরু ইন্টার মায়ামির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

সদ্য চুক্তি নবায়ন করা লিওনেল মেসির নৈপুণ্েয এমএলএস প্লে-অফ সিরিজে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টিনা অধিনায়কের জোড়া গোলে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ন্যাশভিল এসসিকে তারা হারিয়েছে অনায়াসে।

ঘরের মাঠে বাংলাদেশ সময় শনিবার (২৫ অক্টোবার) সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। তাদের অন্য গোলটি করেছেন তাদেও আয়েন্দে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে জিতল মায়ামি। আগামী ১ নভেম্বর সপ্তম জয় পেলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজে জিতে যাবে হাভিয়ের মাসচেরানোর দল। তাতে হয়তো গত মৌসুমে প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে।

আটলান্টার বিপক্ষে গতবার প্লে অফ সিরিজে তিন ম্যাচ খেলে একটি গোল করেন মেসি, অবদান রাখেন একটি গোলে। এবার এক ম্যাচেই করলেন দুই গোল। ন্যাশভিলের বিপক্ষে আট ম্যাচে তার গোল হল ১২টি, এর সাতটি চলতি মৌসুমে।

লিগের নিয়মিত মৌসুমের শেষ দিনে গত রোববার ন্যাশভিলকে তাদের মাঠেই ৫-২ গোলে হারায় মায়ামি। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি।

ম্যাচের নির্ধারিত সময়ে মায়ামি এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। কিছুটা নাটকীয়তা হয়েছে যোগ করা সময়ে, ৯৬ মিনিটে মেসি ব্যবধান বাড়ানোর ৬ মিনিট পর এক গোল শোধ করে ন্যাশভিলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় মায়ামি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। বিপরীতে ৬ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে ন্যাশভিলে।

আর্জেন্টিনা অধিনায়কই ১৯তম মিনিটে এগিয়ে নেন মায়ামিকে। মাঝমাঠে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে লুইস সুয়ারেসকে খুঁজে নেন মেসি। ন্যাশভিলের দুই ডিফেন্ডার বুঝে উঠতে পারছিলেন না, মেসিকে পাহারায় রাখবেন নাকি সুয়ারেসকে ঠেকানোর চেষ্টা করবেন।

FOX Soccer on X

সেই সুযোগ মেসি ঢুকে পড়েন ডি বক্সে। সুয়ারেসের ক্রস পেয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন তিনি। কিছুই করার ছিল না ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের।

৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়েন্দে। লিগের ‘অফ ফিল্ড ট্রিটমেন্ট’ নিয়মের জন্য সে সময় মাঠের বাইরে ছিলেন ন্যাশভিল সেন্টার ব্যাক জেইসন পালাসিওস।

দি পলের কাছ থেকে মেসি যখন বল পান তখন ইয়ান ফ্রে ছিলেন বেশ পেছনে। তিনি ছুটে অনেকটা সামনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন মায়ামি অধিনায়ক। বাই লাইনের কাছে তিনি বল বাড়ালে, ছুটন্ত বলেই প্রথম স্পর্শ ক্রস করেন ফ্রে। পেনাল্টি স্পটের কাছে অপেক্ষায় থাকা আয়েন্দে দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে খুঁজে নেন জাল।

ওই নিয়ম না থাকলে সাইড লাইনে দাঁড়িয়ে গোল দেখতে হতো না পালাসিওসের। আয়ন্দের হেড ঠেকাতে ডি বক্সে উপস্থিত থাকতে পারতেন এই ডিফেন্ডার।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্যবধান বাড়ান মেসি। জর্দি আলবার ক্রস ঠেকাতে ঝাঁপ দেন উইলিস, বল গ্লাভসেও নেন তিনি। কিন্তু ছুটে আসা সেন্টার ব্যাক ওয়াকার জিমারম্যানের সঙ্গে সংঘর্ষে ছুটে যায় বল। সামনেই থাকা মেসি আলতো স্পর্শ সারেন বাকিটা।

ম্যাচের অন্তিম সময়ে সরাসরি ফ্রি কিকে ব্যবধান কমান ন্যাশভিলের হানি মুখতার।

এই জয়ের এক দিন আগেই ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের চুক্তি নবায়ন করেছেন, যা তাকে ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে রাখবে।

ম্যাচে উপস্থিত থেকে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দেন এমএলএস কমিশনার ডন গারবার, যা ছিল তার জন্যও এক বিশেষ মুহূর্ত।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। জয় পেলে ইন্টার মায়ামি উঠবে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে। প্রয়োজনে তৃতীয় ম্যাচ হবে ৮ নভেম্বর মায়ামির মাঠে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেহেরপুরেরের দুই সীমান্তে ৬০ জনকে হস্তান্তর করেছে বিএসএফ

প্লে-অফে মেসির জোড়া গোলে, জয় দিয়ে শুরু ইন্টার মায়ামির

প্রকাশের সময় : ১২:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

সদ্য চুক্তি নবায়ন করা লিওনেল মেসির নৈপুণ্েয এমএলএস প্লে-অফ সিরিজে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টিনা অধিনায়কের জোড়া গোলে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ন্যাশভিল এসসিকে তারা হারিয়েছে অনায়াসে।

ঘরের মাঠে বাংলাদেশ সময় শনিবার (২৫ অক্টোবার) সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। তাদের অন্য গোলটি করেছেন তাদেও আয়েন্দে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে জিতল মায়ামি। আগামী ১ নভেম্বর সপ্তম জয় পেলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজে জিতে যাবে হাভিয়ের মাসচেরানোর দল। তাতে হয়তো গত মৌসুমে প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে।

আটলান্টার বিপক্ষে গতবার প্লে অফ সিরিজে তিন ম্যাচ খেলে একটি গোল করেন মেসি, অবদান রাখেন একটি গোলে। এবার এক ম্যাচেই করলেন দুই গোল। ন্যাশভিলের বিপক্ষে আট ম্যাচে তার গোল হল ১২টি, এর সাতটি চলতি মৌসুমে।

লিগের নিয়মিত মৌসুমের শেষ দিনে গত রোববার ন্যাশভিলকে তাদের মাঠেই ৫-২ গোলে হারায় মায়ামি। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি।

ম্যাচের নির্ধারিত সময়ে মায়ামি এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। কিছুটা নাটকীয়তা হয়েছে যোগ করা সময়ে, ৯৬ মিনিটে মেসি ব্যবধান বাড়ানোর ৬ মিনিট পর এক গোল শোধ করে ন্যাশভিলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় মায়ামি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। বিপরীতে ৬ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে ন্যাশভিলে।

আর্জেন্টিনা অধিনায়কই ১৯তম মিনিটে এগিয়ে নেন মায়ামিকে। মাঝমাঠে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে লুইস সুয়ারেসকে খুঁজে নেন মেসি। ন্যাশভিলের দুই ডিফেন্ডার বুঝে উঠতে পারছিলেন না, মেসিকে পাহারায় রাখবেন নাকি সুয়ারেসকে ঠেকানোর চেষ্টা করবেন।

FOX Soccer on X

সেই সুযোগ মেসি ঢুকে পড়েন ডি বক্সে। সুয়ারেসের ক্রস পেয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন তিনি। কিছুই করার ছিল না ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের।

৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়েন্দে। লিগের ‘অফ ফিল্ড ট্রিটমেন্ট’ নিয়মের জন্য সে সময় মাঠের বাইরে ছিলেন ন্যাশভিল সেন্টার ব্যাক জেইসন পালাসিওস।

দি পলের কাছ থেকে মেসি যখন বল পান তখন ইয়ান ফ্রে ছিলেন বেশ পেছনে। তিনি ছুটে অনেকটা সামনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন মায়ামি অধিনায়ক। বাই লাইনের কাছে তিনি বল বাড়ালে, ছুটন্ত বলেই প্রথম স্পর্শ ক্রস করেন ফ্রে। পেনাল্টি স্পটের কাছে অপেক্ষায় থাকা আয়েন্দে দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে খুঁজে নেন জাল।

ওই নিয়ম না থাকলে সাইড লাইনে দাঁড়িয়ে গোল দেখতে হতো না পালাসিওসের। আয়ন্দের হেড ঠেকাতে ডি বক্সে উপস্থিত থাকতে পারতেন এই ডিফেন্ডার।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্যবধান বাড়ান মেসি। জর্দি আলবার ক্রস ঠেকাতে ঝাঁপ দেন উইলিস, বল গ্লাভসেও নেন তিনি। কিন্তু ছুটে আসা সেন্টার ব্যাক ওয়াকার জিমারম্যানের সঙ্গে সংঘর্ষে ছুটে যায় বল। সামনেই থাকা মেসি আলতো স্পর্শ সারেন বাকিটা।

ম্যাচের অন্তিম সময়ে সরাসরি ফ্রি কিকে ব্যবধান কমান ন্যাশভিলের হানি মুখতার।

এই জয়ের এক দিন আগেই ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের চুক্তি নবায়ন করেছেন, যা তাকে ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে রাখবে।

ম্যাচে উপস্থিত থেকে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দেন এমএলএস কমিশনার ডন গারবার, যা ছিল তার জন্যও এক বিশেষ মুহূর্ত।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। জয় পেলে ইন্টার মায়ামি উঠবে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে। প্রয়োজনে তৃতীয় ম্যাচ হবে ৮ নভেম্বর মায়ামির মাঠে।