Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্লাস্টিক মুক্ত রাখার জন্য বিশেষ বার্তা দিলেন মিমি!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক  : 

মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে হঠাৎই একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সমুদ্রসৈকতে একগাদা প্লাস্টিকের বোতল, প্যাকেট নিয়ে সি-বিচ থেকে তুলে একপাশে রাখছেন মিমি। পৃথিবীকে পরিষ্কার রাখার জন্য, প্লাস্টিক মুক্ত রাখার জন্য একটি বিশেষ বার্তা দিলেন তিনি।

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। আসলে ২২ এপ্রিল, সোমবার ছিল আর্থ ডে। পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে বলিউড থেকে টালিউড সবাই নিজের মতো করে আর্থ ডে পালন করলেন। কেউ দিলেন ভিডিও, কেউ দিলেন ছবি।

টালিউড অভিনেত্রী মিমিও সেই কারণেই আপলোড করলেন এই ভিডিও। যেখানে তিনি সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিককে একত্র করে ডাস্টবিনে ফেললেন।

এই ভিডিও পোস্ট করে মিমি লিখলেন, পৃথিবী ভরা প্লাস্টিক, তা-ও আমরা এই দিনটাকে হ্যাপি আর্থ ডে বলি। এখনও দেরি হয়ে যায়নি। কিছু সচেতন সিদ্ধান্ত আমাদের এখনও বিপদ থেকে বাঁচাতে পারে। প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায় করেছি, যে ক্ষতি করেছি তাকে শুধরে নেওয়া এখনও যায়। এখনও প্রকৃতি সে সুযোগ দিচ্ছে।

Mimi Chakraborty Viral: মনোকিনি পরে সমুদ্রতটে আবর্জনা কুড়াচ্ছেন মিমি,  চোখে- মুখে স্পষ্ট বিরক্তি, কী হয়েছে? - Mimi Chakraborty Viral video  tollywood actress mimi disgusted cleans ...

মিমি এমন কাজে খুশি তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে প্রশংসাও করেছেন নেটিজেনরা। মিমি যে প্রকৃতিপ্রেমী, তার প্রমাণ এর আগেও পাওয়া গেছে। কয়েকদিন আগে নিজের বাড়ির গাছে জামরুলের ভিডিও পোস্ট করেছিলেন মিমি।

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানেই দেখা গেছে তার যত্ন সহকারে জামরুল চাষের ঝলক। নিজে হাতে সেই গাছটি লাগিয়েছিলেন তিনি। আর সেই গাছই এবার ফল দিয়েছে।

আগামীতে মিমিকে দেখা যাবে প্রেমেন্দু বিকাশ চাকির আলাপ ছবিতে। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীকে। থাকবেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, প্রমুখ। আগামী ২৬ এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

প্লাস্টিক মুক্ত রাখার জন্য বিশেষ বার্তা দিলেন মিমি!

প্রকাশের সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক  : 

মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে হঠাৎই একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সমুদ্রসৈকতে একগাদা প্লাস্টিকের বোতল, প্যাকেট নিয়ে সি-বিচ থেকে তুলে একপাশে রাখছেন মিমি। পৃথিবীকে পরিষ্কার রাখার জন্য, প্লাস্টিক মুক্ত রাখার জন্য একটি বিশেষ বার্তা দিলেন তিনি।

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। আসলে ২২ এপ্রিল, সোমবার ছিল আর্থ ডে। পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে বলিউড থেকে টালিউড সবাই নিজের মতো করে আর্থ ডে পালন করলেন। কেউ দিলেন ভিডিও, কেউ দিলেন ছবি।

টালিউড অভিনেত্রী মিমিও সেই কারণেই আপলোড করলেন এই ভিডিও। যেখানে তিনি সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিককে একত্র করে ডাস্টবিনে ফেললেন।

এই ভিডিও পোস্ট করে মিমি লিখলেন, পৃথিবী ভরা প্লাস্টিক, তা-ও আমরা এই দিনটাকে হ্যাপি আর্থ ডে বলি। এখনও দেরি হয়ে যায়নি। কিছু সচেতন সিদ্ধান্ত আমাদের এখনও বিপদ থেকে বাঁচাতে পারে। প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায় করেছি, যে ক্ষতি করেছি তাকে শুধরে নেওয়া এখনও যায়। এখনও প্রকৃতি সে সুযোগ দিচ্ছে।

Mimi Chakraborty Viral: মনোকিনি পরে সমুদ্রতটে আবর্জনা কুড়াচ্ছেন মিমি,  চোখে- মুখে স্পষ্ট বিরক্তি, কী হয়েছে? - Mimi Chakraborty Viral video  tollywood actress mimi disgusted cleans ...

মিমি এমন কাজে খুশি তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে প্রশংসাও করেছেন নেটিজেনরা। মিমি যে প্রকৃতিপ্রেমী, তার প্রমাণ এর আগেও পাওয়া গেছে। কয়েকদিন আগে নিজের বাড়ির গাছে জামরুলের ভিডিও পোস্ট করেছিলেন মিমি।

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানেই দেখা গেছে তার যত্ন সহকারে জামরুল চাষের ঝলক। নিজে হাতে সেই গাছটি লাগিয়েছিলেন তিনি। আর সেই গাছই এবার ফল দিয়েছে।

আগামীতে মিমিকে দেখা যাবে প্রেমেন্দু বিকাশ চাকির আলাপ ছবিতে। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীকে। থাকবেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, প্রমুখ। আগামী ২৬ এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।