Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচনে এবার মেইন অঙ্গরাজ্যে অযোগ্য ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : 

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ক্রমশ বাধা বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কলোরাডো অঙ্গরাজ্যের পর এবার মেইনেও প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা করা হলো। এর আগে কলোরাডোতেও প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণের তার ওপর নিষেধাজ্ঞা দেয় অঙ্গরাজ্যটির আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেইনের শীর্ষ নির্বাচন কর্মকর্তা রায় দিয়েছেন ট্রাম্প আগামী বছর প্রেসিডেন্ট পদে এই রাজ্যে নির্বাচন করতে পারবেন না।

মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস বলেছেন, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার পেছনে ট্রাম্পের পদক্ষেপের কারণে তিনি নির্বাচনের জন্য অযোগ্য। জনগণের আবেদনের ভিত্তিতেই মেইনের নির্বাচন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্পের বিরোধীপক্ষ ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস আরও বলেন, মার্কিন সংবিধান আমাদের সরকার ব্যবস্থার মূলভিত্তির ওপর আক্রমণ সহ্য করে না। আদালত বেলোসের দেওয়া এই রায় স্থগিত না করলে এই অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।

আইন অনুসারে অঙ্গরাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা যাবে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত আপিল করবে।

৩৪ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর কারণে ট্রাম্পকে মেইন রাজ্যের নির্বাচন থেকে অপসারণ করতে হবে-কারণ এতে বলা হয়েছে, যারা বিদ্রোহ বা দাঙ্গার সঙ্গে জড়িত, তারা এ পদে নিষিদ্ধ।

এদিকে এমন রায়ের পর ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন থেকে বলা হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করবে।

আমেরিকান সংবিধানের ১৪তম সংশোধনী গৃহীত হয়েছিল দেশটির গৃহযুদ্ধের পর। মূলত তখন আগের সরকারের বিচ্ছিন্নতাবাদীদের ঠেকাতে এই সংশোধনীটি নেওয়া হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রেসিডেন্ট নির্বাচনে এবার মেইন অঙ্গরাজ্যে অযোগ্য ট্রাম্প

প্রকাশের সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ক্রমশ বাধা বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কলোরাডো অঙ্গরাজ্যের পর এবার মেইনেও প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা করা হলো। এর আগে কলোরাডোতেও প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণের তার ওপর নিষেধাজ্ঞা দেয় অঙ্গরাজ্যটির আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেইনের শীর্ষ নির্বাচন কর্মকর্তা রায় দিয়েছেন ট্রাম্প আগামী বছর প্রেসিডেন্ট পদে এই রাজ্যে নির্বাচন করতে পারবেন না।

মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস বলেছেন, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার পেছনে ট্রাম্পের পদক্ষেপের কারণে তিনি নির্বাচনের জন্য অযোগ্য। জনগণের আবেদনের ভিত্তিতেই মেইনের নির্বাচন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্পের বিরোধীপক্ষ ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস আরও বলেন, মার্কিন সংবিধান আমাদের সরকার ব্যবস্থার মূলভিত্তির ওপর আক্রমণ সহ্য করে না। আদালত বেলোসের দেওয়া এই রায় স্থগিত না করলে এই অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।

আইন অনুসারে অঙ্গরাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা যাবে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত আপিল করবে।

৩৪ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর কারণে ট্রাম্পকে মেইন রাজ্যের নির্বাচন থেকে অপসারণ করতে হবে-কারণ এতে বলা হয়েছে, যারা বিদ্রোহ বা দাঙ্গার সঙ্গে জড়িত, তারা এ পদে নিষিদ্ধ।

এদিকে এমন রায়ের পর ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন থেকে বলা হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করবে।

আমেরিকান সংবিধানের ১৪তম সংশোধনী গৃহীত হয়েছিল দেশটির গৃহযুদ্ধের পর। মূলত তখন আগের সরকারের বিচ্ছিন্নতাবাদীদের ঠেকাতে এই সংশোধনীটি নেওয়া হয়েছিল।